জুমবাংলা ডেস্ক : ঢাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন ও মারামারি প্রসঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘সড়কে অবরোধ-সংঘর্ষ না করে তাদের দাবিগুলো আমাদের সঙ্গে আলোচনা করলে এতো সমস্যা হতো না। এসব কলেজে ছাত্রপ্রতিনিধি আছে, শিক্ষক প্রতিনিধি আছে, তারা আমাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারে।’’
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরে বোরো ফসল রক্ষায় বাঁধের জরিপ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সকালে সুনামগঞ্জ জেলা শহর থেকে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনের যান। সেখানে হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘‘আমরা কঠোর কীভাবে হবো? তারা তো আপনার আমার সন্তান। আমরা কার উপর কঠোর হবো? আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে একটা সমাধান দিতে।’’
এ সময় তিনি ছাত্রদের অনুরোধ করেন তারা যেনো রাস্তায় না নামে।
সার্জারির মাধ্যমে মেয়েদের ভ্যাজাইনা টাইট করা নিয়ে যা বলছে ইসলাম
কৃষিপণ্যের দাম বাড়ছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা এবার সবার আগে এনশিওর করবো যাতে কৃষকরা তাদের ন্যায্যমূল্য পায়। মধ্যস্বত্বভোগীরা যেনো কোনো সুবিধা করতে পারে না। সার-বীজের কোনো সংকট নেই।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।