বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় শফিকুল ইসলাম সোহাগ (৪৮) ও শিরিন আক্তার মুক্তা (৩৭) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ শহরের টিনপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত বছরের জুলাইতে আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সোহাগ পৌরসভার পশ্চিম দাশড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। তিনি পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন।
জানা গেছে, সোহাগ ও তার স্ত্রী শিরিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের অনুসারী ছিলেন।
২ কোটি টাকা পর্যন্ত লোনের সুযোগ, ব্রাক ব্যাংকের হোম লোন নিতে করণীয়
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, এরা দুজনই এজাহারভুক্ত আসামি। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা এক মামলায় আদালতে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।