বিনোদন ডেস্ক : দেশে মেয়েদের চলার পথ এখনও মসৃণ নয়। তাই মেয়েদের লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা।
আলোচিত অভিনেত্রী মিথিলা বাংলাদেশের সঙ্গে ওপার বাংলায়ও অভিনয় করছেন সমানতালে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথিলা ও তাহসানের বিয়ে বিষয়ক একটি মন্তব্য ছড়িয়ে পড়ে। সেখানে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়, মিথিলা বলেছেন যে, তিনি অল্প বয়সে তাহসানকে বিয়ে করেছিলেন, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তা ছাড়া এই তথ্যের সত্য-মিথ্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি মেয়েদের বিয়ে নিয়ে এমন মন্তব্য করেন।
এদিকে শনিবার (১৫ এপ্রিল) একটি জাতীয় দৈনিকে মিথিলা দাবি করেন, তিনি কখনোই এমন মন্তব্য করেননি। কয়েক বছর আগে এক অনুষ্ঠানে দেয়া তার মন্তব্যের সূত্র ধরে খবরটি প্রচার করা হয়েছে। তবে তিনি যা বলেছিলেন, তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এর আগের অনুষ্ঠানটিতে মিথিলা বলেন, ‘আমি বলেছি, কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক নয়। কম বয়সে বিয়ে করে আমি ভুল করেছি। সম্ভবত কোভিডের মধ্যে একটি ইউটিউব চ্যানেলে এই কথাগুলো বলেছিলাম।’
বর্তমানে কাজের সূত্রে তিনি উগান্ডায় আছেন। সেখান থেকে গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘আমি যখন বিয়ে করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী, বয়স ২৩। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন আমার মনে হয়, ২৩ বছর বয়সে ছাত্রী থাকাবস্থায় বিয়ে করা আসলেই উচিত হয়নি আমার। কেন বলেছি, আমার অনেক মেয়েভক্ত আছেন। আমাকে অনেকে রোল মডেল ভাবেন, তাদের উদ্দেশে এসব বলা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।