তাসবির ইকবাল : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থী নাজমুল হোসেনের উদ্যােগে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে সরকার পতনের পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের ট্রাফিক কার্যক্রম, দেয়ালিকা অংকন, খাবার এবং চিকিৎসায় ব্যয়ের জন্য ৩ হাজার আমেরিকান ডলার দেশে পাঠানো হয়েছে।
প্রেরিত অর্থ প্রতিদিন সড়কে থাকা শিক্ষার্থীদের খাবার, চিকিৎসা, ট্রাফিকিং কার্যক্রমে ব্যয় হচ্ছে। উক্ত কার্যক্রমে স্বশরীরে নিয়োজিত আছেন দেশে থাকা নাজমুল হোসেনের ছোট ভাই মাহফুজ। প্রতিদিন রিকশায় করে ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের এসব বিতরণ করছেন মাহফুজ।
এ বিষয়ে মাহফুজ বলেন, ভাইয়া নিজ উদ্যােগে তার বিদেশের বন্ধুদের নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের কল্যাণে এই ডোনেশন আমাকে পাঠিয়েছেন। আমি চেষ্টা করছি সকলের পাশে থেকে সকল সহযোগিতা করার।
এর আগে চলমান থাকা কোটাবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে শিক্ষার্থী নাজমুল হোসেনের নেতৃত্বে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে বাংলাদেশি শিক্ষার্থীরা বেশ কয়েকবার প্রতিবাদী সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এসময় ফোনকলে নাজমুল হোসেন বলেন, দেশের শিক্ষার্থীরা আমার ভাই, আমার বোন। তাদের এমন অবস্থা দেখে নিজেকে সামলাতে পারিনি। তাইতো এমন একটি উদ্যােগ নিলাম সকলে মিলে। আমরা প্রবাস থেকে বাংলাদেশিদের সকল সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।