জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে ভেবে দেখা হবে। ভিডিও ফুটেজ দেখে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সময় দেওয়া প্রয়োজন। শনিবার (৩০ মার্চ) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্যাম্পাসে মধ্যরাতে ছাত্রলীগের প্রবেশের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৮ তারিখের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার কথা বলা হয়েছে।
এদিকে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে ক্যাম্পাসের মূল ফটকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মূল ফটক ছেড়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।