জুমবাংলা ডেস্ক : ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ। এদের মধ্যে ২৬ জন মেয়ে ও ১৪ জন ছেলে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে তাদের হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন সময় কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দিয়ে থাকে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরিহিত অবস্থায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, আজ দুপুরে জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে ২৬ জন মেয়ে শিক্ষার্থী ও ১৪ জন ছেলে শিক্ষার্থীকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।