জুমবাংলা ডেস্ক : ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু, একই দিন ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে বিসিএস পরীক্ষা নিয়ে জটিলতায় পড়েছেন শিক্ষার্থীরা।
গত ১৮ জানুয়ারি ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৯ মার্চ নেওয়ার ঘোষণা দেয় সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। এর তিনদিন পর ২২ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। এতে নির্বাচন ও বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা একই দিনে পড়ে যায়।
এদিকে, সিটি নির্বাচনের দিনে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পিএসসি সূত্র। যদিও সংস্থাটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সোয়া তিন লাখেরও বেশি প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নিয়ে দ্রুত পিএসসির সিদ্ধান্ত জানতে উদগ্রীব তারা। তবে অনেকটা নিশ্চুপ পিএসসি।
এ বিষয়ে পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘এটা আসলে বলাটা খুবই জটিল। এ নিয়ে পিএসসিতে আনুষ্ঠানিক কোনো আলোচনা বা কথাবার্তা এখনো হয়নি। ৪৫তম বিসিএসের জন্য পিএসসির সদস্যরা ঢাকার বাইরে ছিলেন। তারা ঢাকায় ফিরলেও এ নিয়ে বসেননি। তবে এটা ঠিক যে নির্বাচনের দিনে পরীক্ষা হবে না। যেটুকু বুঝেছি- ঈদুল ফিতরের আগে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়াটা কষ্টসাধ্য। কোনো সুযোগও নেই। রোজার মধ্যে বিসিএসের পরীক্ষা নেওয়ার নজিরও নেই। ফলে ঈদের পর ছাড়া তো কোনো উপায় দেখছি না।’
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে (৪৬তম বিসিএসের প্রিলি) আমরা এখনো বসিনি। কোনো আলাপও হয়নি। প্রার্থীদের নিয়ে আমাদের (পিএসসি) চেয়ে আপনারা (গণমাধ্যম) বেশি ভাবেন না নিশ্চয়ই। সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।