লুট হওয়া এটিএম বুথ উদ্ধার করল শিক্ষার্থীরা

ATM

জুমবাংলা ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবরে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুষ্কৃতকারীরা। এসময় সাতক্ষীরার সদর থানার সামনে ট্রাফিক পুলিশ অফিস থেকে দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় পুলিশ কমিউনিটি ব্যাংকের একটি এটিএম বুথ।

ATM

বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে লুট হওয়া বুথটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত ৫ আগস্ট সদর থানা থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এটিএম বুথসহ এতে থাকা বেশকিছু টাকা লুট হয়। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় লুট হওয়া এটিএম বুথটি আজ উদ্ধার করা হয়। তবে ব্যাংকের এটিএম বুথে থাকা টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লণ্ঠিত অর্থ ও লুটপাটকারিদের শনাক্তের কাজ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পিআরও ইয়াছিন নুর জানান, ওই সময়ে ইন্টারনেট সার্ভিস ভালো না থাকায় এতে টাকা বেশি থাকার কথা না। তবে, তদন্ত সাপেক্ষে কি পরিমাণ টাকা ছিল সেটা বলা যাবে।