স্টাডি ইন মালয়েশিয়া ওপেন ডে

স্টাডি ইন মালয়েশিয়া ওপেন ডে

জুমবাংলা ডেস্ক : উইনিং ম্যাগনিটিউড এবং মেন্টরস স্টাডি এব্রোড এর উদ্যোগে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মেন্টরস বনানী শাখায় আয়োজিত হতে যাচ্ছে মালয়েশিয়া ওপেন ডে ২০২২।

স্টাডি ইন মালয়েশিয়া ওপেন ডে

ওপেন ডে প্রোগ্রামটি চলবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এতে অংশগ্রহণ করবে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বেশকিছু বিশ্ববিদ্যালয় যেমন টেইলর্স ইউনিভার্সিটি, সেগী ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাইবারজায়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশান (এপিইউ)।
এসব ইউনিভার্সিটির প্রতিনিধিরা সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ দেবেন এবং ভর্তি যোগ্যতা যাচাই করে স্পট অ্যাডমিশনের সুযোগ দেবেন। ভর্তির যাবতীয় তথ্য, স্কলারশিপ সুবিধা এবং ভিসা প্রসেস সম্পর্কিত যাবতীয় তথ্য এ মেলায় জানা যাবে।

ইউনিভার্সিটির প্রতিনিধিরা ছাড়া ও উইনিং ম্যাগনিটিউড এবং মেন্টরস স্টাডি এব্রোড এর অভিজ্ঞ কাউন্সিলররা থাকবেন মেলায় অংশগ্রহণকারী আগ্রহী শিক্ষার্থীদের সব ধরনের সার্বিক সহযোগিতা করার জন্য।

স্বামী সাইফের সামনেই শাহিদকে জড়িয়ে ধরে আদর করলেন কারিনা

আগ্রহীদের মেলায় আসার সময় যাবতীয় ডকুমেন্টের স্ক্যান কপি সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩২৪৩৪২৭, ০১৭১৩২৪৩৪১৩।