কলকাতায় হোঁচট খেল ‘সুড়ঙ্গ’, মেলেনি আশানুরূপ সাড়া

বিনোদন ডেস্ক : গত ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে রায়হান রাফীর চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। মুক্তি উপলক্ষে প্রস্তুতির কমতি রাখেনি তার টিম। তবে প্রথম সপ্তাহান্তে হোঁচটই খেল ‘সুড়ঙ্গ’। মেলেনি আশানুরূপ সাড়া, সেল কালেকশনও তলানিতে বলা যায়।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুসারে, মুক্তির পর পাঁচ দিনে ছবিটি মাত্র ৮ লাখ রুপি আয় করেছে! একই তথ্য এসেছে টলিবাংলা বক্স অফিস থেকেও।

এদিকে ছবিটির জন্য বেশ ভালো প্রস্তুতি নেয় ‘সুড়ঙ্গ’ টিম। ছবির প্রধান অভিনেতা আফরান নিশো ও নায়িকা তমা মির্জাকে সঙ্গে নিয়ে নির্মাতা রাফী গিয়েছেন কলকাতায়। মুখোমুখি হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। জড়িয়েছেন বিতর্কেও। তবে শেষ অবধি মুখ থুবড়ে পড়ার প্রকট ইঙ্গিত পাওয়া গেল।

কলকাতায় প্রায় ২৫টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। শহরের নামী এক বাণিজ্য বিশ্লেষকের মতে, দ্বিতীয় সপ্তাহে বেশ কিছু প্রেক্ষাগৃহ থেকে নেমে যাবে ‘সুড়ঙ্গ’। লাইফটাইম কালেকশনে ১০ লাখ রুপির গণ্ডিও পার হতে পারবে না। তার ভাষ্য, ‘বড় বাজেট নিয়ে তৈরি এই ছবির ঝুলিতে কমপক্ষে ৩৫ থেকে ৪০ লাখ রুপি আসা উচিত ছিল।’

প্রসঙ্গত, ঈদের সিনেমা হিসেবে তুমুল আওয়াজ তুলে মুক্তি পেয়েছিলো রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর।

নিহত দুই ভক্তের পরিবারকে ক্ষতিপূরণ দিলেন সুরিয়া