আন্তর্জাতিক ডেস্ক : এবার রাশিয়ায় কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ ড্রোন হামলা চালালো ইউক্রেন। এই হামলার ধরন অনেকটা যুক্তরাষ্ট্রের ৯/১১-এর বিমান হামলার মতো। জানা গেছে, রুশ শহর কাজানের ৬টি বহুতল ভবনে একসঙ্গে আছড়ে পড়ে ইউক্রেনের ড্রোন। এই হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর ডেইলি মেইলের।
ভিডিওতে দেখা যাচ্ছে, ৯/১১-র ধাঁচেই বহুতল ভবনে আছড়ে পড়ছে ড্রোন। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যাচ্ছে। তবে এই হামলায় হতাহতের তথ্য ও রুশ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, প্রায় তিন বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের। শুরুতে ধারণা করা হয়েছিল, রাশিয়ার কাছে সহজেই হারবে ইউক্রেন। কিন্তু সময়ের ব্যবধানে সে সমীকরণ পাল্টে গেছে। এখন ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালাচ্ছে।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল আল কায়দা। গোটা বিশ্ব শিউরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতলের পেটে ঢুকে যাওয়ার দৃশ্য দেখে। সেই হামলায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আহত হন প্রায় ৬ হাজার।
সেই বীভৎস ইতিহাসই ফিরে এল রাশিয়ায়। কিন্তু ড্রোন আছড়ে পড়ার পর খালি করে দেওয়া হয় বাড়িগুলো। বন্ধ স্কুল-কলেজ, বিমানবন্দরও। মাটির নিচের সুড়ঙ্গে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সব মিলিয়ে তৈরি হয়েছে আতঙ্কের আবহ। সূত্র : সংবাদ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।