বিনোদন ডেস্ক : বলি দুনিয়ার নতুন তারকাদের মধ্যে অন্যতম হলেন জাহ্নবী কাপুর। এই মুহূর্তে বলি দুনিয়ায় যে সমস্ত নায়িকারা ছেয়ে রয়েছেন, তাদের মধ্যে শ্রীদেবী কন্যা অন্যতম। সময়ের সাথে সাথে তার অভিনয় দক্ষতা যেমন বেড়েছে, তেমনি কিন্তু তার জনপ্রিয়তাও বাড়ছে। প্রথমদিকে কিছু কমার্শিয়াল ছবিতে অভিনয় করলেও এখন কিছু বড়ো বাজেটের ছবিতেও কাজ করছেন। রুহির মত কিছু ছবিতেও তার অভিনয় আমরা দেখেছি।
তবে সবসময়েই তিনি নিজের পোশাক নিয়ে চর্চার মধ্যে থাকেন। বলতে গেলে নিজের পোশাকের জন্য বারবার তাকে চর্চার মধ্যে পড়তে হয় এবং সোশ্যাল মিডিয়ায় তাকে অনেকেই নিন্দে করে থাকেন তার ড্রেসিং সেন্সর জন্য। অনেক সময় অভিনেত্রীর পোশাক এমনই হয় যে তার শরীরের অনেকটাই অংশ খোলা থেকে যায়। সেই সমস্ত পোশাকের জন্যই তাকে বারবার উপস মোমেন্টের শিকার হতে হয়।
কিছুদিন আগে শ্রীদেবী কন্যা একটি ব্যাকলেস স্কাই ব্লু রঙের একটি ড্রেস পরেছিলেন, যাতে তার শরীরের অনেকটাই দেখা যাচ্ছিল। অভিনেত্রীর এই লুক দেখে অনেকেই তাকে ভারতের কিম কার্দাশিয়ান বলে দিয়েছিলেন।
এছাড়াও বিকিনি পরে অনেক ফটোশুট করেছিলন অভিনেত্রী। এই সমস্ত ফটোশুট দেখে অনেকেই তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন এবং তার স্টাইলের জন্য তাকে অনেক কথা শুনিয়েছিলেন।
কিছুদিন আগে তার একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে তাকে দেখা যাচ্ছিল একটি সাদা রঙের পোশাক পরে। সেই পোশাকের সাথে হয়তো তিনি প্যান্ট পড়তে ভুলে গেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে।
অভিনেত্রীকে একবার খুব ডিপ ভি নেক পোশাক পরে দেখা গিয়েছিল। সেই ছবি ঘিরে অনেকেই তাকে অনেক মন্তব্য করেছিলেন। কিছুদিন আগেই জিমের পোশাকে তাকে দেখা গিয়েছিল। এই পোশাকটি এতটাই টাইট ছিল যে তিনি এই পোশাকের কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন একটা লম্বা সময় ধরে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel