বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জাপানি হোন্ডা বাজারে নতুন স্কুটার আনল। যার মডেল স্টাইলো। অ্যাক্টিভা স্কুটারকেও টেক্কা দিতে পারবে এই নতুন মডেল। নামেই যখন স্টাইলো তখন স্কুটির লুক তো নজরকাড়া হবেই। রূপের পাশাপাশি শক্তিও দুর্দান্ত।
১৬০ সিসি ইঞ্জিন রয়েছে এই স্কুটারে। পাবেন সেরা টর্ক এবং হর্সপাওয়ার। ফিচারেও বাজিমাত করেছে হোন্ডা যার ফলে সম্প্রতি স্কুটারটি নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এটি কি আদৌ অ্যাক্টিভার জায়গা নিতে পারবে?
হোন্ডা আনল নতুন স্কুটার
হোন্ডার স্কুটার মানেই যে অ্যাক্টিভা নয়, তা আরও একবার প্রমাণ করার প্রচেষ্টায় জাপানি সংস্থা। বাজারে এল হোন্ডা স্টাইলো ১৬০। তরুণ বাইক-প্রেমীদের চোখ ধাঁধাতে রেট্রো লুক ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন স্কুটার লঞ্চ করেছে হন্ডা। ইন্দোনেশিয়ার বাজারে এই স্কুটার এনেছে তারা।
১৬০ সিসির শক্তিশালী ইঞ্জিন রয়েছে এতে। এটি আর পাঁচটা স্কুটির থেকে আলাদা। যে বিষয়টি চোখে পরার মতো তা হল, স্কুটির সিট এবং ফ্লোরবোর্ড অর্থাৎ যেখানে পা রাখা হয় তার রঙ বাদামি এবং স্কুটারের বডির রঙ কালো।
এই রঙেও একাধিক বিকল্প রয়েছে। ফ্রন্ট লুক সাধারণ হলেওকিছু কিছু জায়গায় ভালো ডিজাইন রয়েছে। স্কুটির বডি প্যানেলও সেরকমই রয়েছে। পিলিওন গ্র্যাবরেলও পেয়ে যাবেন। স্কুটারের এক্সহস্ট এবং স্কুটির বডি কালার সম্পূর্ণ এক।
১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এতে। যা সর্বোচ্চ ১৬ হর্সপাওয়ার এবং ১৫ এনএম টর্ক উৎপন্ন করে। যা দারুণ পারফরম্যান্স দিতে পারবে বলে মনে করছে কোম্পানি। ১৬০ সিসি হওয়ায় স্কুটার নিয়ে লং ট্রিপেও যেতে পারেন। নিত্য যাতায়াতেও সঙ্গী হয়ে উঠতে পারে আপনার।
ফিচারের ক্ষেত্রে পাবেন এলইডি লাইট ডিজিটাল ডিসপ্লে, ইউএসবি চার্জিং, কি লেস স্টার্ট এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যা খুব একটা দেখা যায় না স্কুটারে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার বাজারে বিক্রি হচ্ছে এই হোন্ডা স্টাইলো।
হোন্ডা অ্যাক্টিভার জায়গা নিতে পারবে এই স্কুটার?
কেউ কেউ মনে করতে পারেন হোন্ডা অ্যাক্টিভার জায়গা নিতে পারে এই স্কুটার। পারফরম্যান্সের দিক দিয়ে অনেকের কাছে বিকল্প হতে পারে স্টাইলো। কারণ অ্যাক্টিভা সর্বোচ্চ ১২৫ সিসি ইঞ্জিনেই পাওয়া যায়। তবে মাইলেজ, কমফোর্ট, অত্যন্ত কম মেইনটেনেন্স খরচ এবং নির্ভরযোগ্যতা বিচারে অ্যাক্টিভাকে পিছনে ফেলা বেশ শক্ত।
তবে হোন্ডা যদি সময় অনুযায়ী অ্যাক্টিভার আপডেটেড ভার্সন না প্রকাশ করে তাহলে এই ধরনের স্কুটার জায়গা নিয়ে নিতে পারে। কারণ সময়ের সঙ্গে প্রযুক্তি ও আধুনিক ডিজাইনের চাহিদাও বাড়তে শুরু করেছে। যা হন্ডা স্টাইলো এবং সম্প্রতি লঞ্চ হওয়া অন্যান্য স্কুটারে উপলব্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।