আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রের ধারে ‘সান বাথ’ নিচ্ছিলেন। কিছু ক্ষণ পর ঘুমিয়েও পড়েন। ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়াতেই কেন চমকে উঠলেন মহিলা?
২৫ বছর বয়সি শিরিন মুরাদ। ঘুরতে ভালবাসেন। প্রায়ই বেরিয়ে পড়েন ‘সোলো ট্রিপ’-এ। এ বার ছুটি কাটাতে বুলগেরিয়া গিয়েছিলেন শিরিন। কিন্তু বেড়াতে গিয়ে এমন হবে কে জানত!
কোনও এক সকালে শিরিন গিয়েছিলেন সমুদ্রতটে রোদ পোহাতে। কিছু ক্ষণ পর সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। আধ ঘণ্টা পর ঘুম ভাঙতেই মুখে একটু টান লাগছিল। তখন খুব একটা পাত্তা না দিয়ে হোটেলের ফেরেন। ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়াতেই আঁতকে ওঠেন শিরিন। তিনি দেখেন, কপালটা কেমন প্লাস্টিকের মতো কুঁচকে গিয়েছে।
দক্ষিণ-পূর্ব ইউরোপের এই রাষ্ট্রের বর্তমান তাপমাত্রা দৈনিক ২১-২২ ডিগ্রি সেলসিয়াস। শুনে কলকাতার তাপমাত্রার কাছে নস্যি মনে হলেও বিদেশ-বিভুঁইয়ের মানুষের কাছে এ অনেক।
ত্বকের এমন অবস্থায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন শিরিন। কপাল থেকে খোসার মতো চামড়া উঠতে থাকে তাঁর।
রোদে তো যান অনেকেই। কিন্তু শিরিনের এমন হল কী ভাবে? শিরিন জানান, রোদে বেরোনোর আগে তিনি সানস্ক্রিন মাখতে ভুলে গিয়েছিলেন। ফলে রোদের তাপ সরাসরি ত্বকে লেগেছে। এই ঘটনার পর সানস্ক্রিনের গুরুত্ব বুঝতে পেরেছেন তিনি। এর আগে অনেক সময় হয়েছে, সানস্ক্রিন না মেখেই বেরিয়ে পড়েছেন। ভাবতেও পারেননি সানস্ক্রিন ব্যবহার না করার পরিণতি এমন ভয়াবহ হবে। পুরুষ-মহিলা নির্বিশেষ, শিরিন সকলকে অনুরোধ করেছেন সানস্ক্রিন ব্যবহারে জোর দেওয়ার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।