বিনোদন ডেস্ক : বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সাব-ইন্সপেক্টর হিসেবে কাজ করছেন ইথি। দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত গানের চর্চাও করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পেলো তার নতুন গান-ভিডিও ‘জড়িয়ে রবো তোর পাঁজরে’।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আপন খান আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। ভিডিও নির্মাণ করেছেন আজাদ আল মামুন। এতে ইথির সাথে অভিনয় করেছেন তার জীবনসঙ্গী সাকলাইন। তার স্বামী সাকলাইনও (এসবি) সাব-ইন্সপেক্টর পদে একই ব্রাঞ্চে কর্মরত আছেন।
গানটি প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে। গানটি ইথি উৎসর্গ করেছেন তার জীবনসঙ্গী সাকলাইনকে।
নিজের কোনও গানে প্রথম মডেল হয়েছেন স্বামী। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ইথি। বলেন, ‘অনেক দিনের ইচ্ছা আমার কোনও গানের ভিডিওতে স্বামী আমার পাশে থাকুক। সেই ইচ্ছেটা এবার পূরণ হলো। অবশ্য আমার কাছের মানুষজন, কলিগদের অনুপ্রেরণাও ছিলো। গানটির কথা সুর সবার মন ছুঁয়ে যাবে। ভিডিওটি চমৎকার হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
১৩ জুলাই (ঈদের চতুর্থ দিন) ইউটিউবে ধ্রুব মিউজিক স্টেশন চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপ-এ গানটি শুনতে পাওয়া যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।