মানিকগঞ্জ থেকে সাইফুল ইসলাম ও আবুল কালাম আজাদ : মানিকগঞ্জের সিংগাইরের সাব-রেজিস্ট্রি অফিসে জমি ক্রেতা ও গ্রহীতা যেন ভোগান্তির শেষ নেই। দিনের বেলা অফিস না করে রাতে অফিস করেন সাব-রেজিস্ট্রার। সাব-রেজিস্ট্রারের হেয়ালিপনার কারণে দিনেরবেলা নির্ধারিত সময়ে জমির রেজিস্ট্রি করতে পারছেন না সেবা গ্রহীতারা। সেবা পেতে অপেক্ষা করতে রাত পর্যন্ত। ফলে ভোগান্তীতে পড়তে হচ্ছে নানা বয়সী এসব সেবা গ্রহীতাদের।
রবিবার (২৯ শে ডিসেম্বর) রাত ৯ টার দিকে সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে জমি রেজিস্ট্রির কার্যক্রম। রয়েছে দালাল চক্রের ছড়াছড়ি। এসময় সংবাদকর্মীরা সাব-রেজিস্ট্রি অফিসের ফুটেজ নিতে গেলে সংবাদকর্মীদের উপর চটে যান সিংগাইর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নুরুল ইসলাম। এ সময় তিনি সংবাদকর্মীদের মোবাইল ফোন কেড়ে নেন।
জানা যায়, দলিল লেখক নুরুল ইসলাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিস নিজের নিয়ন্ত্রণে রেখেছেন।
স্থানীয়রা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই কয়েকজনকে সঙ্গে নিয়ে সিন্ডিকেট তৈরি করে সাব-রেজিস্ট্রি অফিসে রাজত্ব গড়ে তুলেছেন দলিল লেখক নুরুল ইসলাম।
ভুক্তভোগীরা জানিয়েছেন, কেউ সকাল ৯টা আবার কেউবা সকাল ১০ টায় আসলেও সেবা পাচ্ছেন না তারা। ফলে রাতের বেলা জমি রেজিস্ট্রির কাজ করতে বাধ্য হচ্ছেন তারা। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
গাবতলী থেকে আসা জহুরা খাতুন তার বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বলেন, এত রাত পর্যন্ত এভাবে বসিয়ে রেখে রেজিস্ট্রি করাটা হয়রানি ছাড়া আর কিছুই নয়।
ঢাকার মিরপুর থেকে আসা ওমর ফারুক নামের একজন ভুক্তভোগী জানান, এত রাত পর্যন্ত বসিয়ে রেখে রেজিস্ট্রি করা যুক্তিসঙ্গত নয়। বর্তমানে তারা হয়রানি শিকার হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
সিংগাইর উপজেলা সাব-রেজিষ্ট্রার মামুনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।