সাকিবকে অভিনন্দন জানালেন সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক : ইংল্যান্ড-বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে জিতে হোয়াইট ওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। এই জয়ের নায়ক বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ম্যাচে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ¯পর্শ করেছেন তিনি।

তার আগে এই মাইলফলক ছুঁয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া। তিনি ৪৪৫ ম্যাচ খেলে পান ৩২৩ উইকেট। ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।

তৃতীয় বোলার হিসেবে এই অর্জনে অভিনন্দনে ভাসছেন সাকিব। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও। তাকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

তিনি লিখেছেন, অভিনন্দন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশী, যিনি ওয়ানডেতে ৩০০ উইকেট পেয়েছেন। তুমি সবসময় আমাদের গর্বিত করেছো। জয় বাংলা।

মুম্বাইয়ে অনেক বড় একটা মিশন ছিল : জায়েদ খান