শুভশ্রী আমার জীবনে সবার আগে : রাজ

রাজ ও শুভশ্রী

বিনোদন ডেস্ক : টলিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত শুভশ্রী-রাজ। সামাজিকমাধ্যমে তাদের ভালোবাসাময় মুহূর্তগুলো দেখলেই বোঝা যায়। এবার রাজের কথায় ফের স্পষ্ট হয়ে উঠল বিষয়টি। তিনি জানালেন, তার জীবনে সবার আগে শুভশ্রী।

রাজ ও শুভশ্রী

রাজ বলেন, ‘শুভশ্রী আসার পর আমার জীবনটাই পালটে গেছে। শুভশ্রী আসার আগে আমার জীবনে শুধুমাত্র কাজই গুরুত্ব পেত। তবে এখন আমার জীবনে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কাজ করি পরিবারের জন্য। আগে অনেক বেশি আবেগপ্রবণ ছিলাম। অনেকের ওপর সহজে ভরসা করে ফেলতাম। এখন শুধু বউয়ের ওপর ভরসা করি।’

তিনি আরও বলেন, ‘আগে সহজেই খারাপ লেগে যেত। এখন তেমনটা হয় না। এখন আরও গঠনমূলক ভাবনাচিন্তা করি। সারাদিন কাজের পর বাড়ি গিয়ে শান্তি পাই। বউ আছে। মা আছে। জীবনে বউ আমার সবার প্রথমে। এখন আমার আর কাউকে দরকার নেই।’

আম্বানির ঘরের পরিচারিকা থেকে আজ অভিনেত্রী, রইল নায়িকার পরিচয়

মুক্তির অপেক্ষায় রয়েছে রাজের ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির আইটেম গান। এতে কোমর দুলিয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। স্বামীর সিরিজের গান নিজের ওয়ালে শেয়ার করেছেন শুভশ্রী।