শুভশ্রীর সব ছবিতে মুখ হা করা থাকে কেন?

শুভশ্রী গাঙ্গুলি

বিনোদন ডেস্ক : শুভশ্রী গাঙ্গুলি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় । নিজের কাজের খবর তো দিচ্ছেন অনুরাগীদের; সেই সঙ্গে নিয়মিত নিজের বিভিন্ন ভঙ্গিমার ছবি প্রকাশ করেন তিনি। কখনও বোল্ড লুকে, আবার কখনও বাঙালি নারীর বেশে দেখা যায় তাকে। ছবিগুলো দেখে মোহিত হন অনুরাগীরা।

শুভশ্রী গাঙ্গুলি

তবে একটা বিষয় বিশেষ লক্ষ্যনীয়, শুভশ্রীর প্রকাশিত বেশিরভাগ ছবিতে মুখ হাঁ করা। এটা ভক্তদের নজর এড়ায়নি। এরপরেই তাদের প্রশ্ন, সব ছবিতে এ রকম মুখ হাঁ করে ছবি তোলেন কেন তিনি? অনেকেই আবার মন্তব্যের ঘরে লিখেছেন, শুভশ্রী লিপ ফিলার করিয়েছেন। আর সেই কারণেই নাকি ঠোঁট কিছুতেই বন্ধ করতে পারেন না।

সব ছবিতে যে শুভশ্রী মুখ হাঁ করে থাকেন, তা নয়। মুখ বন্ধ করেও ছবি তুলেছেন। ধারণা করা হয়, কিছুটা মুখ হাঁ করে থাকলে একটু বেশি আবেদনময়ী লাগে। যদিও এসব মন্তব্যে কখনও মাথা ঘামান না শুভশ্রী।

বরং এড়িয়ে যান। কারণ তিনি নিজের শর্তে বাঁচেন। কে কী বললেন— তাতে কিছু আসে যায় না তার। তবে লিপ সার্জারি নিয়ে শুভশ্রী নানা সময়ে গণমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছেন। কিন্তু কখনও এটা নিয়ে খোলাসা করেননি। তবে যারা লিপ সার্জারি করিয়েছেন, তাদের পক্ষে কথা বলেছেন এ নায়িকা।

ব্রিটিশ পার্লামেন্টে চীনা ‘গুপ্তচর’!

নায়িকাদের লিপ ফিলারের অভিযোগ নতুন নয়। এর আগে নুসরাত জাহানসহ অনেক নায়িকার ক্ষেত্রেই উঠেছে এমন অভিযোগ। নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য ও ঠোঁটকে মোটা করেন তারা। বলিউডের বহু নায়িকাও এই পন্থা অবলম্বন করেন। এ কথা সবার জানা। যদিও হাতেগোনা কয়েকজনই তা প্রকাশ্যে স্বীকার করেছেন।