মা হওয়ার খবরের মাঝেই ফের বড় চমক শুভশ্রীর

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

বিনোদন ডেস্ক : জীবনের অন্যতম সুন্দর সময় কাটাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার মা হওয়ার খবরের মাঝেই ফের বড় চমক অভিনেত্রীর। বেশ কয়েকদিন ধরেই শিরোনামে অভিনেত্রী শুভশ্রী। তার অন্যতম প্রধান কারণ দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

নিজেরাই পোস্ট করে সেকথা জানিয়েছিলেন সকলকে। একইসঙ্গে বড় দাদা হতে চলেছেন ছোট্ট ইউভান, সেই খবরও সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। এরপর ইন্দোনেশিয়ার বালিতে দিনকয়েকের বেবিমুন কাটিয়ে আসা থেকে শুরু করে, তাদের জীবনের সুন্দর বেশকিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা সবটাই চলতে থাকে। সেখানে নানা মুনির নানা কটাক্ষও রয়েছে তালিকায়। তবে সবকিছুর মাঝে আরও এক নয়া সুখবর শুভশ্রীর সংসারে।

গর্ভাবস্থা উপভোগ করতে চান অভিনেত্রী। একথা আগেই জানিয়েছেন তিনি। এবং এই সুন্দর সময়ে তাঁকে রীতিমতো প্যাম্পার করছেন রাজ। ছোট্ট ইউভান কিছু বুঝতে না পারলেও যে কিছু একটা হতে চলেছে সেটা টের পাচ্ছে। তবে সন্তানের কারণে আপাতত শ্যুটিং থেকে খানিক দূরে সরে থাকলেও, বসে নেই অভিনেত্রী। একেবারে নয়া অবতারে দেখা গেল তাঁকে। বেশ কিছুদিন ধরেই শুভশ্রীর প্রযোজনা সংস্থার কথা শোনা গিয়েছিল। এবার সেই স্বপ্ন পূরণের পথেই অভিনেত্রী।

আগামী বছর প্রযোজনা সংস্থা শুরু হবে তাঁর। ‘সিকাবা হাউজ’ নামে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। ইতিমধ্যেই তিনি প্রযোজনায় হাত দিয়েছেন রাজ চক্রবর্তী প্রযোজিত ‘আবার প্রলয়’-এর হাত ধরে। তবে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, তাঁর শাশুড়ি মা ও রাজের ইচ্ছে বরাবরই ছিল অভিনয়ের পাশাপাশিও অন্যকিছু করুক শুভশ্রী। আর ঠিক সেই কারণেই তাঁর প্রযোজক হিসেবে নয়া পদক্ষেপ গ্রহণ। সংস্থায় একেবারে অন্যরকম কিছু কাজ করার পাশাপাশি নবাগতদের সুযোগ দেওয়ারও ইচ্ছেপ্রকাশ করেছেন শুভশ্রী।

চলতি বছর সেপ্টেম্বর মাসেই সংস্থার কাজ শুরু হবে। এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনা দিয়েই যে সংস্থার হাতেখড়ি হতে চলেছে তেমনটাও জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি মহানায়ক উত্তম কুমার সম্মান পেয়েছেন শুভশ্রী। সেই পুরস্কার পাওয়া থেকেই নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রূপের যেন শেষ নেই। কেউ প্রশ্ন তুলেছেন, ‘আপনি কি আদৌও এর যোগ্য?’ কেউ আবার এমনও বলেছেন, ‘ভাগ্যিস মহানায়ক বেঁচে নেই’। তবে বরাবরই সমস্ত সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন শুভশ্রী। এসব কটাক্ষ যে জীবনকে কোনওভাবে প্রভাবিত করতে পারে না, সেকথা মাথায় রেখেই জীবনকে উপভোগ করতে চান তিনি।

অসাধারণ মাইলেজের সঙ্গে দুর্দান্ত ফিচার, মাত্র ৫.৫ লাখ টাকায় বাড়ি আনুন এই গাড়ি

দিনকয়েক আগে শাহরুখ খানের একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী। যেখানে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আমার ট্রোলিং বন্ধ হয়ে গেলে টেনশনে পড়ে যাই। মনে হয় আমার পপুলারিটি কমে গেল নাতো? তারপর অনেককিছু ভেবে নিজেকে আশ্বস্ত করি।’ শুভশ্রী বলেন, এটা তাঁর জীবনেরও গল্প।