বিনোদন ডেস্ক : স্বামী-পুত্র নিয়ে বিদেশে চুটিয়ে মজা করছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ছেলের দ্বিতীয় জন্মদিনটা প্যারিসেই উদযাপন করেছেন শুভশ্রী এবং রাজ। সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ছে তাদের সুইজারল্যান্ড ঘোরার বিভিন্ন ছবি এবং ভিডিও। ভ্রমণের মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করে নিয়ে রাজঘরণী ইনস্টাগ্রামের পাতায় তুলে রেখে দিচ্ছেন সযত্নে।
সম্প্রতি বিদেশে ঘোরার সময়ের এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আলোচনার বিষয়বস্তু হয়েছেন শুভশ্রী। আসলে ঠিক শুভশ্রী নন, সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তার কাঁধে থাকা বহুমূল্যের ব্যাগটি। সেই সঙ্গে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বসে পোজ দিতে থাকা শুভশ্রীর চোখ ধাঁধানো আউটফিটটা থেকেও চোখ সরানো যাচ্ছে না।
এই ভিডিওতে দেখা যাচ্ছে ফ্লোরাল প্রিন্টের খুবই সুন্দর একটা শর্ট ড্রেস পড়েছেন শুভশ্রী। সাদার উপর গোলাপি ফুলের মোটিফের কাজ করা এই মনোটোনে যেন আরও বেশি সুন্দরী লাগছে তাকে। নেটিজেনরা প্রশংসা করে লিখছেন, কোথায় কেমন পোশাক পরতে হয় তা বেশ ভালই জানেন শুভশ্রী। সব থেকে বড় ব্যাপার হলো এই পোশাক খুব সুন্দরভাবে ক্যারিও করছেন তিনি।
এমনিতেই ফ্লোরাল প্রিন্ট এখন ট্রেন্ডে ভীষণভাবে ইন। কোমর পর্যন্ত বডি ফিট প্যাটার্ন রয়েছে এই মনোটোনে। কোমরের নিচ থেকে রয়েছে ফ্লেয়ারড ডিটেলিং। পোশাকের দুদিকে দুটো নুডুল স্ট্র্যাপ রয়েছে। সঙ্গে রয়েছে ডিপ নেকলাইন। এই পোশাক প্যারিসে ভ্রমণের উপযুক্ত বলেই মনে করছেন নেটিজেনরা। শুভশ্রীও পোশাকের সঙ্গে বেশ স্বচ্ছন্দ অনুভব করছেন তা ভিডিও থেকেই বোঝা যাচ্ছে।
সাদা রংয়ের এই সুন্দর পোশাকের সঙ্গে শুভশ্রীর কাঁধে ঝোলানো কালো রংয়ের ব্যাগটাও কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে। এমন একটি স্টাইলিশ ব্যাগ শুভশ্রী নিয়েছেন ব্যালেনসিয়াগো কোম্পানি থেকে। ব্যালেনসিয়াগোর ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আসলে এই কোম্পানির স্টাইলিং অ্যাক্সেসরিজগুলো সত্যিই আকর্ষণীয়।
শু লেস ইয়াররিংস থেকে খারাপ হয়ে যাওয়া স্নিকার্স, সবেতেই অভিনবত্ব এনেছে এই কোম্পানি। নিঃসন্দেহে এই নামী ব্রান্ডের প্রত্যেকটি সামগ্রীর দামও আকাশ ছোঁয়া। ওয়েবসাইট থেকে জানা গিয়েছে শুভশ্রীর এই ব্যাগটির দাম ১,২১৬ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় হিসেবটা দাঁড়ায় ১ লক্ষ টাকা। এছাড়াও এই ব্র্যান্ডের আরও অন্যান্য অ্যাক্সেসরিজও রয়েছে, এই ব্যাগের মতই সেগুলোর দামও সাধারণের নাগালের বাইরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।