বিনোদন ডেস্ক : শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সৌন্দর্য বারবার তাঁর অনুরাগীদের মুগ্ধ করে। তাঁকে দেখে প্রেমে পড়েন অনুরাগীরা। সম্প্রতি লাল রঙের একটি শাড়িতে ফটোশ্যুট করেছেন শুভশ্রী। এই ফটোশ্যুটের এক একটি ছবি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
লাল রঙের একটি শিয়ার শাড়িতে অপরূপা হয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। শুভশ্রীর এই লুকটি আপনি যে কোনও অনুষ্ঠানে রিক্রিয়েট করতে পারেন। তাঁর ছবিগুলো মিস করবেন না, একইসঙ্গে ফ্যাশন টিপস নোট করতেও ভুলবেন না যেন!
লাল রঙের শাড়িতে বঙ্গতনয়াদের স্বাভাবিক ভাবেই খুব সুন্দর লাগে। শুভশ্রীও তাঁদের মধ্য়েই একজন। অভিনেত্রীর এই লুক সবাইকে মুগ্ধ করেছে। লাল রং বেশ আকর্ষণীয়। শুভশ্রীকে এই শাড়িতে আরও বেশি সুন্দর লাগছে।
মনোটোনে অপূর্ব একটি লুক পেয়েছেন তিনি। তাঁকে দেখে কেউ চোখ ফেরাতে পারছেন না। আপনিও যে কোনও অনুষ্ঠানে পরার জন্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো একটি শাড়ি বেছে নিতে পারেন। এখন আপনার মনে এই প্রশ্নই আসছে তো যে, অভিনেত্রী এই দুর্দান্ত শাড়িটি কার থেকে নিয়েছেন?
‘Shradhas Bong’ ক্লোদিং ব্র্য়ান্ডের সংগ্রহ থেকে এই শাড়িটি বেছে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ডিজাইনার ব্র্য়ান্ডের এক একটি ব্রাইডাল শাড়ি সবাইকে মুগ্ধ করে। যদিও এই শাড়িটি তাদের ব্রাইডাল কালেকশনের নয়।
নেট ফ্য়াব্রিকের শাড়িটি সত্যিই খুব সুন্দর। শিয়ার শাড়িতে অপরূপা তিনি। লাল রঙের এই শাড়িতে বিশেষ কোনও কারুকার্য করা হয়নি। বর্ডারে মিরর এমবেলিশমেন্ট রয়েছে। এই ডিটেলিং শাড়ির সৌন্দর্য একশো শতাংশ বাড়িয়েছে।
শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজও পছন্দ করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোনওভাবেই মনোটোন ব্রেক করতে দেননি। লাল ব্লাউজেই স্টাইলিং করেন। এই শাড়ির সঙ্গে তিনি একটি ডিপ নেকলাইনের ব্লাউজ বেছে নিয়েছিলেন।
ডিপ ইউ নেকলাইন যোগ করা হয়েছে এই ব্লাউজে। কাট আউট স্লিভ ডিটেলিং সবার নজর কাড়ে। ব্লাউজের উপর সিকুইন ওয়ার্ক করা হয়েছে। এছাড়াও এমব্রয়ডারিতে ফুটিয়ে তোলা হয়েছে ফ্লোরাল মোটিফ, যা এই ব্লাউজটির ডিজাইনকে অন্য় মাত্রায় নিয়ে গিয়েছে।
এই লুক সম্পূর্ণ করার জন্যে মানানসই গয়নাও বেছে নিয়েছিলেন অভিনেত্রী। স্টেটমেন্ট ড্যাংলার ইয়াররিংসে তাঁকে অপূর্ব দেখাচ্ছিল। Illuminate Jewellery-এর কালেকশন থেকে এই ইয়াররিংস বেছে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
লাল শাড়ি-ব্লাউজে তাঁকে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছিল। মানানসই হেয়ারস্টাইল এবং মেকআপে মোহময়ী হয়ে উঠেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আপনি কী কী ফ্যাশন টিপস নিলেন এই লুক থেকে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।