ভাতের হোটেল চালাবেন নায়িকা শুভশ্রী!

নায়িকা শুভশ্রী

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে শুভশ্রী যেন রয়েছেন ক্লাউড নাইনে। হাত ঠাসা কাজ শুভশ্রীর। একের পর এক ছবি রয়েছে মুক্তি অপেক্ষায়। এর মধ্যেই বেশ কয়েকদিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল টলিপাড়ায় যে ওটিটি পর্দায় ডেবিউ করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবশেষে সেই খবর সিলমোহর দিল প্রযোজনা সংস্থা। পরিচালক দেবালয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ওটিটির পর্দায় দেখা যাবে শুভশ্রীকে। কল্লোল লাহিড়ির লেখা উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এবার ওয়েব সিরিজের আকারে আসতে চলেছে। আর তাতেই মুখ্য চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। নেপথ্যে এসভিএফ-এর ওয়েব প্ল্যাটফর্ম হইচই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরেই ওয়েব যাত্রা শুরু করতে চলেছেন।
নায়িকা শুভশ্রী
গল্পটা ঠিক কেমন?
বাংলাদেশের মেয়ে ইন্দু তাঁর বিয়ে হয় এক মদ্যপ ব্যক্তির সঙ্গে। অল্প বয়সেই এক সন্তান নিয়ে বিধবা হয়ে যায় ইন্দু। সেই ইন্দু চালু করে ভাতের হোটেলের নাম দেয় ‘ইন্দুবালার ভাতের হোটেল’। এই গল্পটা দুই বাংলা গল্প। এবং ইন্দুর সংগ্রামের কাহিনী।

ওটিটি ডেবিউ প্রসঙ্গে শুভশ্রী বলেন, “আমি ভীষণ খুশি ও উচ্ছ্বসিত আমার ওটিটি ডেবিউ হতে চলেছে হৈচৈএর হাত ধরে। আমি অনেক ধরেই দেবালয়ের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম সেটা হতে চলেছে ইন্দুবালা ভাতের হোটেল-র মাধ্যমে। এই চরিত্রটার মধ্যে একাধিক পরত রয়েছে।ইন্দুর চরিত্রটি খুবই শক্তিশালী চরিত্র পাশাপাশি বেস কঠিন। আশা করব এই সিরিজটি সফল হবে।”

খুব শীঘ্রই শুভশ্রীকে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের বৌদি ক্যান্টিন ছবিতে। SF ছবির গল্প কলকাতার মেয়ে শেফ আসমা খানের জীবনের উপর তৈরি এই ছবি। যদিও এই ছবিতে শুভশ্রী নাম পৌলমী। এই ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন পরমব্রত । আসমা খান যাঁর চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। বর্তমানে লন্ডনে একাধিক রেস্তোরাঁর রয়েছে মালকিন আসমা। যে রাধে সে যে চুল বাঁধে এই প্রবাদই যেন এই ছবির মূল উপজীব্য। একজন নারী যে শুধু রান্না করেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তা এই ছবির মুল গল্প। এই ‘বৌদি ক্যান্টিন’ ছবিটি মূলত একটি নারীকেন্দ্রিক ছবি। এছাড়াও আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে শুভশ্রীর ছবি ‘ধর্মযুদ্ধ’। এই ছবিতে মুন্নির চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। এছাড়াও আগামী ১৯ অগাস্ট মুক্তি পেতে চলেছে শুভশ্রী ও ঋদ্ধি সেন অভিনীত ছবি ‘বিসমিল্লাহ’।

সাদা-কালো রঙে সেজে ঝর তুললেন অপু বিশ্বাস