‘মাতৃত্ব’ নিয়ে কটাক্ষ করায় টলিউড অভিনেতা দেবকে সরাসরি জবাব দিলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। নয়নদ্বীপ রক্ষিতকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেবের সাম্প্রতিক ‘ইনোসেন্স’ মন্তব্য নিয়ে মুখ খোলেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, শুভশ্রীকে সাক্ষাৎকারে দেবের সেই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন,
“এ ধরনের মন্তব্য কেউ কীভাবে করতে পারে, আমার মাথায়ই আসে না। পার্শ্ব চরিত্র করতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো মা হয়েছি। আমার কাছে চরিত্রটাই আসল। ২০২৫ সালে দাঁড়িয়ে কেউ এতটা অসম্মানজনক মন্তব্য করতে পারে, এটা সত্যিই বোধগম্য নয়।”
শুভশ্রীকে আরও প্রশ্ন করা হয়, ভবিষ্যতে আবারও দেব-শুভশ্রী জুটিকে টলিউডের পর্দায় দেখা যাবে কিনা। জবাবে অভিনেত্রী কটাক্ষ করে বলেন,
“আমি তো এখন দুই সন্তানের মা। আমার মুখে আগের সেই ইনোসেন্স নেই। তাই বাবা, এই বিষয়ে আমি কিছুই জানি না।”
তার এমন মন্তব্য থেকেই স্পষ্ট, দেবের কথার পাল্টা জবাব তিনি কড়া ভঙ্গিতেই দিয়েছেন। অন্যদিকে শুধু শুভশ্রী নন, দেবের মন্তব্যে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ভক্তরা থেকে শুরু করে সাধারণ নেটিজেন—কেউই অভিনেতার এমন মন্তব্য ভালোভাবে নেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।