প্রেগনেন্সিতেও বোল্ড ফটোশ্যুট শুভশ্রীর!

বিনোদন ডেস্ক : সম্প্রতি সুখবর শুনিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তাঁর চোখ-মুখে এখন ভরপুর জেল্লা। বেশ সুন্দর দেখাচ্ছে তাঁকে। এই কয়েক মাসেও যে অভিনেত্রী কোনওভাবেই স্টাইলের থেকে মুখ ঘোরাবেন না, তা আন্দাজ করাই যায়। একটি টিভি রিয়েলিটি শো-এ বিচারকের আসনে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

এক একটি এপিসোডে দুর্দান্ত লুকে ধরা দিচ্ছেন তিনি। সম্প্রতি একটি নীল রঙের ওয়ান শোল্ডার গাউনে ফটোশ্যুট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ড্রেসে চমৎকার দেখাচ্ছে তাঁকে। তাঁর দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। ভরপুর গ্ল্যামার নজর টেনেছে সবার।

বোল্ড ফটোশ্যুট শুভশ্রীর
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই লুকটি সত্যিই অপূর্ব। তাঁকে দেখে প্রশংসা করতে ইচ্ছে করবেই। জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়েরও বেশ পছন্দ এই লুক। তাঁর কিলার এক্সপ্রেশন এবং পোজ সবার নজর টেনেছে।

থাই স্লিট ড্রেসে শুভশ্রীর এক একটি ছবিতেই রয়েছে হটনেসের ছোঁয়া। এই প্রবন্ধে শুভশ্রীর সাজের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হল। সঙ্গে রইল তাঁর বোল্ড ফটোশ্যুটের কয়েক ঝলক।

ড্রামাটিক ছোঁয়া নজর কেড়েছিল
ডিজাইনার Shristi Chetani-এর কালেকশন থেকে এই ড্রেসটি বেছে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

অভিনেত্রীর এই ড্রেসটি ছিল ওয়ান শোল্ডার। বাস্ট এরিয়ায় এবং কাঁধে ড্রামাটিক ছোঁয়া দেওয়া হয়েছিল। বাম কাঁধ ছিল উন্মুক্ত। ড্রেসের ড্রামাটিক ডিটেলিং এই লুকে ‘উমফ’ ফ্যাক্টর যোগ করেছিল। শুভশ্রীর ড্রেসটি চমৎকার।

এই ড্রেসের বিশেষত্ব কী?
এই ড্রেসের সামনে বাম দিকে স্লিট ডিটেলিং নজর টানে সবার। ডিজাইনার সৃষ্টি চেতান জানান, ক্রেপ ফ্যাব্রিকে তৈরি করা হয়েছে গাউন। ডিজিটাল প্রিন্ট করা হয়েছে। যদিও এই প্রিন্টের ডিজাইন হাতেই করা হয়েছে।

‘ট্রাইবাল থিম’-কে মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে এই ড্রেস। ডিজাইনের নিপুণ ছোঁয়ায় আরও আকর্ষণীয় হয়ে উঠেছে গাউনটি। এটির ডান দিকে সাদা কালো অংশে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে। এই কথা স্বীকার করতেই হয় যে, ফ্লোর লেন্থ গাউনটির এক একটি ডিটেলিং প্রশংসা করার মতো।

কত দাম ড্রেসের?
আপনিও চাইলে এরকম একটি ড্রেস আপনার সংগ্রহে রাখতে পারেন। অভিনেত্রীর গাউটি কাস্টম মেড নয় ঠিকই, কিন্তু বেশ এক্সক্লুসিভ! ড্রেসের দাম প্রায় ২২ হাজার ৫০০ টাকা বলে ডিজাইনারের তরফে জানানো হয়েছে।

লুক সম্পূর্ণ করার জন্যে মানানসই জুয়েলারি এবং জুতোও পরেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্টেটমেন্ট জুয়েলারি এবং গ্ল্যাম মেকআপে উপচে পড়েছে অভিনেত্রীর সৌন্দর্য। আপনার এই ড্রেসটি কেমন লাগল, আপনি কী ভাবে স্টাইল করবেন, সেই কথা কমেন্টে জানাতে ভুলবেন না।