জুমবাংলা ডেস্ক : ঢাকার পাবলিক টয়লেটের উন্নয়নের জন্য যৌথভাবে কাজ করছে ভূমিজ ও ডমেক্স টয়লেট ক্লিনার। প্রায় চার বছর ধরে একসঙ্গে কাজ করছে কোম্পানি দুটি।
শহরের নানান জায়গায় ভূমিজ-এর তৈরি টয়লেটের মতো প্রপার পাবলিক টয়লেট থাকার পরও অনেকে রাস্তা-ঘাটে মূত্রত্যাগ করে। এই সমস্যাকে সবার সামনে তুলে ধরতে বিশ্ব টয়লেট দিবসে ভূমিজ ও ডমেক্স টয়লেট ক্লিনার একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চ করে, যার স্লোগান ‘বন্ধ করুন পাবলিকের টয়লেট, ব্যবহার করুন পাবলিক টয়লেট’। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভূমিজ ও ডমেক্স টয়লেট ক্লিনার মানুষকে যখন-তখন রাস্তাঘাট নোংরা করার পরিবর্তে পাবলিক টয়লেট ব্যবহারের আহ্বান জানানো হয়।
এই ক্যাম্পেইনের মাধ্যমে ‘পাবলিকের টয়লেট’ (পাবলিক প্লেসকে টয়লেট বানিয়ে ফেলা) ও পাবলিক টয়লেটের (পরিষ্কার, ভূমিজ ও ডমেক্স টয়লেটের মতো সুবিধা যেখানে থাকে) পার্থক্য তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় সুবিধা-সম্বলিত পাবলিক টয়লেট ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়েছে।
ভূমিজ ও ডমেক্স টয়লেট ক্লিনার এই মেসেজকে সবার মাঝে ছড়িয়ে দিতে কিটো ভাই, রাবা খান, বাপকা বেটা ও থটস অফ শামস-এর মতো জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের যুক্ত হয়েছে। তারা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মেসেজটি শেয়ার করেছে এবং তাদের ফলোয়ারদেরকে প্রয়োজনের সময় পাবলিক টয়লেট ব্যবহারের আহ্বান জানিয়েছে।
এই বার্তা আরো কার্যকরভাবে সবার মাঝে পৌঁছে দিতে ক্যাম্পেইনের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে রাস্তাঘাটে মূত্রত্যাগ ও পাবলিক টয়লেট ব্যবহারের পার্থক্য দেখানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে দুর্গন্ধহীন, পরিষ্কার ও স্বাস্থ্যকর শহর নিশ্চিত করার জন্য কেন সঠিক অপশন বেছে নেওয়া উচিৎ- তা সম্পর্কে জানানো হয়েছে।
ভূমিজ ও ডমেক্স টয়লেট ক্লিনার বিশ্বাস করে, এই ক্যাম্পেইনের মাধ্যমে শহরের মানুষ পাবলিক টয়লেট ব্যবহারের গুরুত্ব বুঝবে এবং শীঘ্রই সকল ‘পাবলিকের টয়লেট’ উঠিয়ে দিয়ে একটি পরিষ্কার ও বসবাসের উপযোগী বাংলাদেশ গড়ে তুলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।