জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজহারভুক্ত আরেক আসামি মো. হারুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার গাবতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হারুন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের মৃত বশির আহম্মদের ছেলে।
চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মো. হারুন পালিয়ে ঢাকায় চলে গিয়েছিলেন। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তারের পর নোয়াখালীতে নিয়ে আসা হচ্ছে। এখানে আনার পর তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মামলাটিতে মোট তিনজন আসামিন। এর মধ্যে আবুল খায়ের মুন্সি মেম্বার ও মেহেরাজকে আগেই গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন বাকি হারুনকেও গ্রেপ্তার করা হলো। মেহেরাজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে সুবর্ণচরে চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামের একটি বাড়িতে গৃহবধূ ও তার মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। এ সময় তাদের ঘর থেকে স্বর্ণালঙ্কারসহ নগদ ১৭ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।