স্পোর্টস ডেস্ক : দশ মৌসুম পর গতকাল আইপিএলে ভিন্ন এক অভিজ্ঞতা পেল মুম্বাই ইন্ডিয়ানস। গত এক দশক ফ্যাঞ্চাইজিটির নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। জাতীয় দলের অধিনায়ক দলে থাকার পরও তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়ার কাঁধে সে ভার তুলে দিয়েছে মুম্বাই।
গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাণ্ডিয়া যুগে প্রবেশ করেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
নেতৃত্বের পালাবদলের দিনে অম্লমধুর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন রোহিত। ম্যাচ শুরুর আগে পুরোনো অধিনায়ককে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত সমর্থকেরা রোহিতের নাম ধরে স্লোগান দিতে থাকেন। তবে খেলার সময় বেশ কয়েকবার বিব্রতকর মুহূর্তের মধ্য দিয়ে যেতে হয়েছে মুম্বাইয়ের সাবেক অধিনায়ককে।
অভিযোগের তির নতুন অধিনায়ক পাণ্ডিয়ার দিকে। ফিল্ডিংয়ের সময় রোহিত শর্মাকে বেশ কয়েকবার পজিশনিং পরিবর্তন করিয়েছেন পাণ্ডিয়া। বিশেষ করে এমন জায়গায় পাঠিয়েছেন, যে অঞ্চলে সচরাচর অভ্যস্ত নন রোহিত।
জাতীয় দলের অধিনায়কের সঙ্গে পাণ্ডিয়ার এমন আচরণের কড়া সমালোচনা করছেন সমর্থকেরা। গতকালের মুম্বাই-গুজরাট ম্যাচের বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ভিডিওতে রোহিতের বিব্রতকর মুহূর্ত ধরা পড়েছে। ঘটনা ২০তম ওভারের তৃতীয় বলের। রোহিতকে আঙুল দেখিয়ে বাউন্ডারি (থার্ড ম্যান অঞ্চলে) লাইনে ফিল্ডিং করতে যেতে বলেন পাণ্ডিয়া। সেটা দেখতে পেলেও প্রাথমিকভাবে কিছুটা অবাক হয়ে যান রোহিত। নিজের বুকে হাত দেখিয়ে ইশারায় প্রশ্ন করেন, ‘আমি যাব?’
রোহিত সাধারণত ক্লোজ-ইনেই ফিল্ডিং করে অভ্যস্ত। তবুও নতুন অধিনায়কের কথা মেনে নিয়ে বাউন্ডারি লাইনের দিকে চলে যান ভারতীয় ওপেনার। তিনি যে বিষয়টা ভালোভাবে নেননি, সেটা সে সময় রোহিতের চোখ-মুখের হাবভাবই বলে দিচ্ছিল।
একদিকে সিনিয়র ক্রিকেটার, তার ওপর জাতীয় দলের অধিনায়কের সঙ্গে পাণ্ডিয়ার এমন আচরণ মেনে নিতে পারছেন না অধিকাংশ ক্রিকেটপ্রেমী। মাঠে রোহিতের সঙ্গে পাণ্ডিয়ার আচরণের কড়া সমালোচনা করছেন তারা। ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকারাণ মালহোত্রা এ ঘটনাটার ছবি টুইটারে দিয়ে ক্যাপশন দিয়েছেন ‘কলিযুগ’। অর্থাৎ কলিযুগেই এমন ‘অধর্ম’ সম্ভব।
কেবল একটি নয়, আরও বেশ কয়েকটি ঘটনা নিয়ে পাণ্ডিয়ার সমালোচনা হচ্ছে। আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, উইকেটের পাশে বোলিং অঞ্চলে পাণ্ডিয়াকে হাত দেখিয়ে কিছুটা বলার চেষ্টা করছেন বুমরা। সম্ভবত ম্যাচের বোলিং-ফিল্ডিং পরিকল্পনা। কিন্তু পাণ্ডিয়ার অঙ্গভঙ্গি বলে দিচ্ছিল, তিনি এসব শুনতে মোটেও রাজি নন। বরং তিনি নিজে যেটা ভালো মনে করেন, সেটাই করবেন বলে জানিয়ে দেন!
এমন ভাব ধরে পাণ্ডিয়া চলে যাচ্ছিলেন। এ সময় বুমরার দিকে আসেন রোহিত। তিনি ভারতীয় পেসারকে কিছু একটা বলতে থাকেন। এ সময় রোহিত-বুমরার কথোপকথনের অঙ্গভঙ্গি থেকে বোঝা যাচ্ছিল, দুজনেই কোনো একটা বিষয় নিয়ে বিরক্ত।
এ ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই মন্তব্য করছেন, তাদের বিরক্তির মূল কারণ পাণ্ডিয়া। অনেকে এমন বিষয়গুলোকে মুম্বাইয়ের ‘ভাঙা সংসার’ বলেও মন্তব্য করেছেন।
এমন আলোচিত-সমালোচিত ঘটনার দিনে মুম্বাইয়ের স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে হেরে গেছেন পাণ্ডিয়া। ব্যক্তিগত পারফরম্যান্সেও অনুজ্জ্বল ছিলেন তিনি। আবার গুজরাট ইনিংসের প্রথম ওভারে বুমরাকে বল না দিয়ে নিজেই বল করেছিলেন। গতকাল ৩ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি পাণ্ডিয়া। ব্যাট হাতে ৪ বলে ১১ রান করে আউট হয়েছেন। মুম্বাই ম্যাচটা হেরেছে ৬ রানে।
অন্যদিকে ওপেনার রোহিত শর্মা ২৯ বলে ৭ চার ও ১ ছয়ের সৌজন্যে ৪৩ রান করেছেন। বল হাতে বুমরা ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।