আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই নানা প্রয়োজনে বায়োডাটা বা জীবনবৃত্তান্ত তৈরি করতে হয়। আর বৃত্তি বা কোনো সভা-সম্মেলন-ফেলোশিপে অংশ নিতে হলে বায়োডাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার কারণে চাকরি পাওয়া যায় না।
একসময় নবীন চাকরিপ্রার্থী ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটস। চাকরির জন্য তাকেও তৈরি করতে হয়েছিল বায়োডাটা। চাকরিপ্রত্যাশীদের উৎসাহিত করতে সম্প্রতি নিজের বায়োডাটা প্রকাশ্যে আনলেন বিল। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বায়োডাটা ভাইরাল হতে একমুহূর্তও লাগেনি। বস্তুত নিজের বায়োডাটা প্রকাশ্যে এনে এ বিষয়ে তরুণ প্রজন্মকে কিছু পরামর্শও দিলেন তিনি।
সাধারণত নিজের গুণাবলীর নমুনাসহ যথাযথ বায়োডাটা তৈরি করা সহজ কথা নয়। অনেকেই সেই কাজ করতে গিয়ে হিমশিম খান। তাদের পাশে দাঁড়াতে ৪৮ বছর আগের বায়োডাটা নিজের লিঙ্কডিন অ্যাকাউন্টে শেয়ার করলেন বিল। ওই বায়োডাটায় নিজের গুণাবলী ও কর্মদক্ষতার কথা জানিয়েছিলেন আজকের ধনকুবের বিল। সেখানে উল্লেখ করা হয়েছে- অপারেটিং সিস্টেমস স্ট্রাকচার, ডেটাবেজ ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিকসহ একাধিক বিষয়ে পড়াশোনা করেছেন তিনি।
তবে বিল যখন এই বায়োডাটা তৈরি করেন তখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। নিজের বায়োডাটার ছবির সঙ্গে বিল লিঙ্কডিনে লেখেন- ‘সম্প্রতি তোমরা স্নাতক হয়েছ বা কলেজ পাশ করেছো। আমি নিশ্চিত, তোমাদের বায়োডাটা আমার ৪৮ বছরের পুরোনো বায়োডাটার থেকে দেখতে অনেক ভালো।’
এদিকে নিজের বায়োডাটা প্রকাশ্যে আনায় তরুণ নেটিজেনরা ধন্যবাদ জানিয়েছেন তাকে। যেমন, একজন লিখেছেন- ‘এই বায়োডাটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। কৌতূহল ছিল আপনার বায়োডাটা কেমন ছিল তা দেখার। শেষ পর্যন্ত আপনার বায়োডাটা দেখার সৌভাগ্য হলো আমাদের’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।