বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার স্বর্ণযুগ বললেই যে নামদুটি অবধারিতভাবে সামনে আসে, তাঁরা হলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। এই জুটির একের পর এক সুপারহিট ছবি শুধু বক্স অফিসে ঝড় তোলেনি, দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা নিয়েছিল। কৃষ্ণেন্দু-রিনা ব্রাউন থেকে শুরু করে একাধিক চরিত্রে তাঁদের রসায়ন দর্শকেরা উপভোগ করেছেন তীব্র আবেগে।
কিন্তু পর্দার বাইরের উত্তম-সুচিত্রার সম্পর্ক নিয়েও ছিল অগণিত প্রশ্ন আর কৌতূহল। তাঁদের ব্যক্তিগত সমীকরণ নিয়ে চলত নানা জল্পনা-কল্পনা। যদিও সেই সমস্ত গুঞ্জনের বিষয়ে কখনও স্পষ্ট করে কিছু বলেননি এই দুই কিংবদন্তি। সুচিত্রা সেনের হঠাৎ অভিনয় জগৎ থেকে সরে যাওয়ার পর সেই গসিপ আরও জোরালো হয়।
অনেকেই বলেছিলেন, উত্তম কুমারের সঙ্গে অভিনয় না করার কষ্টেই নাকি তিনি অভিনয় থেকে বিরতি নেন। তবে এই দাবিকে কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি সুচিত্রা।
পরবর্তীতে অভিনেত্রী মুনমুন সেন এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি জানান, তাঁর মা সুচিত্রা সেন অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের মানের কারণে। ১৯৭০-এর দশকে বাংলা সিনেমার ধরণ বদলাতে শুরু করে। যাঁদের পরিচালনায় সুচিত্রা স্বাচ্ছন্দ্যবোধ করতেন, তাঁদের অনেকেই সেই সময় প্রয়াত হন।
এমন অবস্থায় নিজের অভিনয়ের জন্য উপযুক্ত গল্প ও সহ-অভিনেতা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। উত্তম কুমারের প্রয়াণের পর সেই অভাব আরও গভীর হয়। এ কারণেই ধীরে ধীরে সিনেমার জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন সুচিত্রা সেন। তবে দর্শকদের হৃদয়ে তিনি আজও রয়ে গেছেন তাঁর কালজয়ী সৌন্দর্য ও অসামান্য অভিনয়ের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।