আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ফের বাড়িয়েছে সুদের হার। এর মাধ্যমে দেশটি মুদ্রাস্ফীতি সামাল দেওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ। এর ফলে গত ১৫ বছরের মধ্যে সুদের হারের রেকর্ড বৃদ্ধি হলো। সেন্ট্রাল ব্যাংকের আশা, এর ফলে মুদ্রাস্ফীতি কমবে। অর্থনীতি স্থির হবে। কিন্তু সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্তের ফল ভালো হবে না।
মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়েল বলেছেন, সুদের হার আরও বাড়তে পারে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর যুক্তরাষ্ট্রসহ বহু দেশই মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে সুদের হার বাড়িয়েছে ও বাড়াচ্ছে। জার্মানি, ফ্রান্স, ইটালি মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।
গোবিন্দার গানে উদ্দাম ড্যান্স দিয়ে মঞ্চ কাঁপালেন সুনিতা বেবি
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর এশিয়ার শেয়ার বাজারে ধস নামে। হংকং, সাংহাই, সিওলের কসপিতে শেয়ার বাজারে নিম্নমুখি হয়। সিডনিতেও শেয়ার বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। ছুটির দিন বলে জাপানের শেয়ার বাজার বন্ধ ছিল। হংকংয়ে শেয়ার বাজার ৪৪৮ পয়েন্ট পড়েছে, সাংহাইতে পড়েছে শূন্য দশমিক দুই শতাংশ, সিওলে শূন্য দশমিক ছয় শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।