জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে সুদ পরিহার করুণ।
শুক্রবার কুমিল্লার দেবীদ্বারে এক ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন। এরপর মুহূর্তে তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়- সাদা পাঞ্জাবি ও টুপি পরে মাহফিলে আলোচনা করছেন হাসনাত।
তিনি বলেন, আমরা দেখি সুদ অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। তাই সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদ পরিহার করুণ। ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। দুনিয়া ও আখেরাতের সমাধান ইসলামে। আমাদের এ দুটির সমন্বয় ঘটাতে হবে।
ইসলাম নিয়ে হাসনাতের এমন বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে সাড়া পড়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।