বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থাকলেন। তিনি শুধু সিনেমাটি থেকে সরে দাঁড়াননি, বরং ১৫ শতাংশ সুদসহ সাইনিং অ্যামাউন্ট ফেরত দিয়ে সকলকে চমকে দিয়েছেন।
এই সিনেমার জন্য পরেশ রাওয়াল ১৫ কোটি টাকা পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। তবে চুক্তি অনুযায়ী মাঝপথে সিনেমা ছেড়ে দেওয়ায় তাকে আইনি জটিলতার মধ্যেও পড়তে হয়। এরপরই তিনি প্রযোজকদের ১৫ শতাংশ সুদসহ অগ্রিম পারিশ্রমিক ফেরত দেন।
‘হেরা ফেরি’ সিরিজের জনপ্রিয় চরিত্র বাবুরাও গণপত রাও আপ্টে অর্থাৎ বাবুভাইয়ার ভূমিকায় আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে—এ খবর প্রকাশ্যে আসতেই দর্শক মহলে হতাশা ছড়িয়ে পড়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, নির্মাতাদের সঙ্গে মতবিরোধের কারণেই তিনি ‘হেরা ফেরি ৩’ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
আইনি জটিলতা ও আর্থিক দায়
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ২০ মে অক্ষয় কুমারের টিম থেকে পরেশ রাওয়ালকে ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ, তিনি চুক্তিভঙ্গ করে হঠাৎ করে প্রজেক্ট থেকে বেরিয়ে যান, ফলে প্রোডাকশন হাউজ আর্থিক ক্ষতির মুখে পড়ে।
‘হেরা ফেরি ৩’-র জন্য পরেশ রাওয়াল ১১ লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন। চুক্তিতে উল্লেখ ছিল, ছবিটি মুক্তির পর বাকি টাকা পরিশোধ করা হবে। কিন্তু প্রজেক্ট ছেড়ে দেওয়ায় তিনি সেই অগ্রিম অর্থ সুদসহ ফেরত দিয়েছেন, এমনকি শোনা যাচ্ছে, চুক্তির বাইরেও কিছু অতিরিক্ত টাকা দিয়েছেন।
পরিচালকের মন্তব্য ও সহ-অভিনেতার প্রতিক্রিয়া
এই ঘটনার প্রতিক্রিয়ায় সিনেমাটির পরিচালক প্রিয়দর্শন জানান, “আমরা পরেশজিকে নিয়ে প্রোমো শুটও করেছি। হঠাৎ করে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। মিডিয়ার মাধ্যমেই আমরা খবরটা জানতে পারি।”
অন্যদিকে ঘনশ্যাম চরিত্রে অভিনয় করা সুনীল শেঠি বলেন, “এটা আমাদের জন্য বড় ধাক্কা। আমি আমার ছেলে-মেয়ের (আথিয়া ও আহান) কাছ থেকে প্রথম শুনি। আমরা কিছুই জানতাম না।”
হেরা ফেরি সিরিজ ও দর্শকের আবেগ
‘হেরা ফেরি’ সিরিজ মানেই নস্ট্যালজিয়া। রাজু (অক্ষয় কুমার), ঘনশ্যাম (সুনীল শেঠি) ও বাবুভাইয়া (পরেশ রাওয়াল)—এই ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখার জন্য দর্শকের উচ্ছ্বাস চিরকালীন।
২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত প্রথম পর্ব ‘হেরা ফেরি’ বক্স অফিসে ব্যাপক সফল হয়। ২০০৬ সালে আসে দ্বিতীয় পর্ব ‘ফির হেরা ফেরি’। সেই ধারাবাহিকতায় ১৯ বছর পর নির্মিত হচ্ছে তৃতীয় কিস্তি ‘হেরা ফেরি ৩’। তবে পরেশ রাওয়ালের না থাকার বিষয়টি সিনেমাটির প্রতি দর্শকের প্রত্যাশায় খানিকটা ভাঁটা ফেলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।