জুমবাংলা ডেস্ক : টানা দাবদাহে উত্তপ্ত দেশ। দেশের পঞ্চাশোর্ধ জেলায় টানা গরমে নাভিশ্বাস উঠেছে। এরই মধ্যে শীতল বৃষ্টি নেমেছে পূণ্যভূমি সিলেটে। বুধবার (১৯ এপ্রিল) ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা ১৫ মিনিট। সিলেট নগরীতে হঠাৎ বৃষ্টি নামে। হঠাৎ বৃষ্টি বেশিরভাগ মানুষের কাছে স্বস্তির হলেও কারও কাছে ছিল ভোগান্তির।
তীব্র তাপপ্রবাহের স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট নগরবাসী। বুধবার সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘের ডাক শোনা যাচ্ছিল। রাত সোয়া ১০টার বৃষ্টি নগরীর পরিবেশকে শীতল করে দেয়। এর কিছুক্ষণ পর হয় শিলাসহ বৃষ্টি। প্রায় দশ মিনিট এ শিলাবৃষ্টি হয়।
হুট করে নামা বৃষ্টিতে বিড়ম্বনায় পড়ের ঈদ কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ। মার্কেট কিংবা দোকানে যাওয়ার পথে অনেকে আশ্রয় নেন। রাত পৌনে ১১টার দিকে বৃষ্টি থামায় ফের ক্রেতাদের ঢল দেখা গেছে মার্কেটে। চলছে বেচাকেনার হিড়িক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।