জুমবাংলা ডেস্ক : শীত শেষ হতে না হতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমন্ডিসহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
এদিন সন্ধ্যার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও ঝুম বৃষ্টি হচ্ছে। এতে ঘুরতে বের হওয়া মানুষজন ভোগান্তিতে পড়েন।
উত্তরা থেকে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুয়েল রানা বলেন, ‘বন্ধুদের নিয়ে ছুটির দিনে ঘুরতে বের হয়েছি। আকাশ পরিষ্কার থাকায় ছাতা নিয়ে বের হওয়া হয়নি। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ বৃষ্টিতে আটকা পড়েছি।’
ধানমন্ডিতে ব্যক্তিগত কাজে বের হয়ে আটকা পড়েন মাহবুব সরকার। তিনি বলেন, ‘ফার্মগেটে আমার বাসা। একটু কাজে সন্ধ্যার পর বের হয়েছিলাম। কিন্তু ধানমন্ডিতে পৌঁছানোর পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়ে যাই।’
এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী দুদিন রাতের তাপমাত্রা কমতে পারে।
শুক্রবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সাতক্ষীরা ও সিলেটে অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।