জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের সালথায় সুদের টাকার চাপ সইতে না পেরে মো. আসাদ শেখ (২৪) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে নিজ ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদ বিষ্ণুদী গ্রামের আলতাফ শেখের ছেলে। নিহতের পরিবার জানান, আসাদ সংসারের বড় ছেলে।
প্রায় দুই বছর আগে তার ছোট ভাই মাসুদকে বিদেশে পাঠানোর জন্য তিনি পাশের নগরকান্দার বেতাল গ্রামের সুদকারবারী ইস্তাম কাজীর কাছ থেকে চার লাখ টাকা সুদের ওপর নেন। পরবর্তীতে ছোট ভাইকে বিদেশ পাঠানোর ব্যাপারে প্রতারণার শিকার হয়ে টাকা-পয়সা শেষ হয়ে যায়। কিন্তু আসাদ গত দুই বছর ধরে ওই চার লাখ টাকায় প্রতিমাসে ইস্তামকে ৩২ হাজার টাকা সুদ দিয়ে আসছিল। তবে অভাবের কারণে গত দুই মাস ধরে সুদের টাকা দিতে পারছিল না।
তাই রবিবার সকালে ইস্তাম কাজী বাড়িতে এসে আসাদকে গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে আসাদ গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। এ বিষয় সুদ কারবারি ইস্তাম কাজীর বক্তব্য নেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রবিবার রাত ১০টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
মরদেহটি সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, সুদের টাকার চাপে আসাদ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।