‘এতগুলো বিয়ে সামলালেন কীভাবে?’, প্রসেনজিৎকে প্রশ্ন সুদীপ্তার

প্রসেনজিৎ- সুদীপ্তা

বিনোদন ডেস্ক : পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টপাধ্যায় এর জনপ্রিয়তা অথবা ক্ষমতা নিয়ে কথা বলার সাহস নেই। তিনি নিজেই ইন্ডাস্ট্রি! উত্তম কুমার পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রিকে একরকম টেনে নিয়ে গিয়েছেন তিনি। তার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর এহেন দোর্দণ্ড প্রতাপ অভিনেতাকেই কিনা তুচছতাচ্ছিল্য করলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

প্রসেনজিৎ- সুদীপ্তা

প্রসেনজিতের জীবনের সাফল্য যেমন চর্চার বিষয় তেমনই ব্যক্তিগত জীবন নিয়েও কাঁটা ছেঁড়ার শেষ নেই। তার তিন বিয়ের জন্য আজও খোঁটা শুনতে হয় তাকে। কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো-তে এসে সেই নিয়ে মস্করা করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

শো এর সঞ্চালক শাশ্বত, সুদীপ্তাকে প্রশ্ন করেন যে, তিনি যদি অভিনেত্রী না হয়ে পেজ থ্রি-র রিপোর্টার হলে প্রসেনজিৎ, দেব আর জিৎ-কে কী প্রশ্ন করতেন? এর জবাবে সুদীপ্তা বলেন, ‘বু্ম্বাদাকে জিজ্ঞাসা করতে পারি এতগুলো বিয়ে আপনি ঠান্ডা মাথায় সামলালেন কীভাবে!’ আর তারপর নিজেই হেসে কুপোকাত সুদীপ্তা। শুধু তাই না, প্রসেনজিতকে নকল করে তিনি বলতে থাকেন, “থাকলেই বলে উঠত দুষ্টু, বড্ড বড় হয়ে গিয়েছিস না!’

শেষে সুদীপ্তা দেবকে জিজ্ঞাসা করতেন, ‘২০২৩ না ২০৩২– কবে নাগাদ আপনাকে সঠিক বাংলায় ডায়লগ বলতে শুনব?’ আসলে আগে বাংলা উচ্চারণ নিতে বেশ সমালোচিত হয়েছেন দেব। জিতের উদ্দেশ্যে তার প্রশ্ন থাকতো, ‘আপকে ইয়ে হাসিন চেহেরাকা পিছে কা রাজ কেয়া হ্যায়’। উল্লেখ্য সুদীপ্তাই নাকি জিতের প্রথম হিরোইন। হিন্দি ধারাবাহিক ‘বিষবৃক্ষ’এ একসাথে কাজ করেছিলেন তারা।

প্রথমবারের মতো নিজের অভিনীত সিনেমায় গাইবেন মোশাররফ করিম