বিনোদন ডেস্ক : দুই দশক ধরে বাংলাদেশের প্রথম সারির র্যাম্প মডেল হয়ে কাজ করছেন মারিয়া কিসপট্টা। তবুও জীবনে গাড়ি-বাড়ি কিছুই করতে পারেননি। কেন, সে তথ্য দিতে গিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানান, তার সুগার ড্যাডি নেই। আর এ কারণেই বাড়ি-গাড়ি কিছুই নেই তার।
অনেকেই সুগার ড্যাডি শব্দটির সঙ্গে পরিচিত নয়। এ প্রসঙ্গে মারিয়া সোজাসুজিই উত্তর দেন। তিনি জানান, মিডিয়ায় সুগার ড্যাডি বলতে ধন্যাঢ্য বয়স্ক ব্যবসায়ীদের বোঝানো হয়।
যাদের অনেক টাকা, বয়স বেশি। তারা তখন অল্প বয়সী কোনো মডেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। আর বিনিময়ে সেই মডেলকে দেয়া হয় কাঁড়ি কাঁড়ি টাকা।
আর সুগার ড্যাডির সে টাকা দিয়েই বছর দু-একের মধ্যে মডেলরা দামি বাড়ি-গাড়ির মালিক বনে যান। ব্যক্তিজীবনে মারিয়ার কোনো সুগার ড্যাডি নেই। আর এ কারণে নেই কোনো বাড়ি-গাড়ি।
এ নিয়ে এ মডেলের আক্ষেপও নেই। কারণ মারিয়া মনে করেন, সুগার ড্যাডি পাওয়ার বা নেয়ার কোনো যোগ্যতা তা নেই। আর সে যোগ্যতা তিনি কখনও অর্জনও করতে চান না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।