সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে নিম্নমানের চিনি তীর-ফ্রেশসহ নামিদামি ব্র্যান্ডের বস্তায় ভরে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার দুপুর তিনটার দিকে মানিকগঞ্জের দুধবাজার এলাকায় অভিযান চালিয়ে আল মাসুদ জেনারেল স্টোরকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেসার্স আল মাসুদ জেনারেল স্টোরের মালিক মো. মাসুদ খানের গুদামে তীর ব্র্যান্ডের নামে ৪৩৪ বস্তা এবং ফ্রেশ ব্র্যান্ডের নামে ৬৬ বস্তা চিনি পাওয়া যায়।’
তিনি বলেন, প্রতি বস্তায় ৫০ কেজি হিসেবে সেখানকার ২৫ টন চিনিই নিম্নমানের। এগুলো রমজানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তীর ও ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরা হয়েছে। এটা ভোক্তাদের সঙ্গে প্রতারণা।অভিযানকালে ওই ব্যবসায়ী অপরাধ স্বীকার করায় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করার শর্তে তাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বলে জানান রুমেল।
জব্দকৃত ২৫ টন চিনি ১২৮ টাকা কেজি দরে বিক্রি করে এর হিসাব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।