জুমবাংলা ডেস্ক : বিশ্ববাজারে গত কিছুদিন ধরেই চিনির মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। একপর্যায়ে তা বিগত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। অবশেষে বুধবার (১১ অক্টোবর) খাদ্যপণ্যটির দাম কমলো।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে ব্যাপক চিনি উৎপাদন হয়েছে। ফলে ভোগ্যপণ্যটির দর কমেছে।
আলোচ্য কার্যদিবসে ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী মার্চের অপরিশোধিত চিনির দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬৫ সেন্ট বা ২ দশমিক ৪ শতাংশ। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে ২৬ দশমিক ৪০ সেন্টে।
একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দরপতন ঘটেছে ১০ ডলার ৪০ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭০৯ ডলার ৩০ সেন্টে।
বিদায়ী সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ার কল-কারখানায় ৩ দশমিক ৩৬ মিলিয়ন টন চিনি উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে যা প্রায় দ্বিগুণ। বিশ্লেষকদের পূর্বাভাসকে তা ছাড়িয়ে গেছে।
বিক্রেতারা বলছেন, আলোচিত দিনের শেষভাগে উল্লেখযোগ্য পরিমাণ চিনি বিক্রি হয়েছে। ব্যাপক উৎপাদনের গুঞ্জনের মধ্যে এ পরিস্থিতি তৈরি হয়।
বাচ্চাদের হাসিখুশি রাখতে ৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী
মৌসুমি বৃষ্টিপাত কম হওয়ায় বিশ্বের শীর্ষ উৎপাদক ভারতে আখের উৎপাদন ব্যাপক কমেছে। ফলে চিনি রপ্তানি আরও সীমাবদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। এমনটি হলে বিশ্বজুড়ে খাদ্যপণ্যটির দাম বাড়তিই থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।