জুমবাংলা ডেস্ক : চিনির দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে শিল্প মন্ত্রণালয়ের ‘চিনি ও খাদ্য শিল্প করপোরেশন’— বিএসএফআইস।
অর্থাৎ নতুন সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত পূর্বের দামই বহাল থাকল। বর্তমানে বাজারে সরকার নির্ধারিত চিনির দাম কেজি প্রতি ১৪০ টাকা।
বৃহস্পতিবার রাতে শিল্প মন্ত্রণালয়ের পিআরও মাহমুদুল হাসান বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সিদ্ধান্ত থেকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।’
নদীর তীরে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও
এর আগে এদিন বিকালে কেজি প্রতি ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছিল চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইস)। পরে রাতের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন হয়। ফলে কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।