বিনোদন ডেস্ক : বক্স অফিসে ধুমধাম করে ঝড় তুলেছে ‘সাইয়ারা’। এই ছবি দেখে অনেকেই আবার প্রেমে বিশ্বাস রাখতে শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। সিনেমাটিতে নেই কোনও বিখ্যাত সুপারস্টার—নায়ক ও নায়িকা চরিত্রে অভিনয় করেছেন একেবারে নতুন দুই মুখ। তবু নায়ক অহান পাণ্ডের অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে।
এই অহানকে নিয়ে আগেও চর্চা হয়েছে। তিনি অনন্যা পাণ্ডের তুতো ভাই। এমনকি একসময় শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলেও গুঞ্জন রয়েছে। একটি পুরনো ভিডিও সেই গুজবকে আবারও সামনে এনেছে।
ওই ভিডিওতে দেখা যায়, অহান ও সুহানাকে একসঙ্গে দেখা যাচ্ছে। ক্যামেরার ফ্ল্যাশ দেখে দু’জনেই যেন নিজেকে লুকানোর চেষ্টা করছেন। দেখে অনুমান করা হচ্ছে, ভিডিওটি কোনও সিনেমা হলের বাইরে তোলা। ভিডিওতে দু’জনকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়।
তবে শোনা যাচ্ছে, ওই একই সময়ে অহান নাকি অভিনেত্রী ও মডেল শ্রুতি চৌহানের সঙ্গেও সম্পর্কে ছিলেন। এমনকি ‘সাইয়ারা’ ছবির প্রশংসাও করেছেন শ্রুতি। তাই অহান ও শ্রুতির সম্পর্ক নিয়েও গুঞ্জন তুঙ্গে।
অন্যদিকে, বলিউডে আগে থেকেই কানাঘুষো চলেছে যে সুহানা বর্তমানে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাই অহান ও সুহানার পুরনো ভিডিও ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে নেটিজেনদের মধ্যে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অহান এই ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি একে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, ‘সাইয়ারা’ ছবিতে অহানের বিপরীতে দেখা গেছে অনীত পদ্দাকে। এটি তাঁর প্রথম সিনেমা হলেও, অনীত এর আগে বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছেন। ছবিতে অহান ও অনীতের রসায়ন দর্শকদের বেশ মনে ধরেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।