সুহানার ১৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

সুহানা

বিনোদন ডেস্ক : জীবনের ২২ বসন্ত পেরিয়ে ২৩ পা দিয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। সোমবার (২২ মে) ছিল তার শুভ জন্মদিন। আর এই বিশেষ দিনে মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা। পাশাপাশি ভালোবাসা প্রকাশ করে একটি বার্তাও দিয়েছেন শাহরুখ।

সুহানা

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন বলিউড বাদশাহ। ক্যাপশনে লিখেছেন, আজ দিনটা তোমার খুশি থাকার। আজ, কাল এবং প্রতিদিন। অনেক ভালোবাসি তোমাকে।’

বাবার এমন আবেগঘন পোস্টের উত্তরে সুহানাও লেখেন, ‘তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’

শাহরুখের শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, স্কাই ব্লু রঙের একটি জিন্স এবং কালো শর্ট টপ পরে স্কেটিং করছেন সুহানা। খোলা চুলে আর মিষ্টি হাসিতে সুহানা যেন একটি স্বাধীন পাখি।

এই রাশির লোকেরা বেশি সম্পদ অর্জন করতে পারেন

এ দিকে সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই মেয়ের এই মিষ্টি ভিডিওটি বেশ মনেও ধরেছে নেটিজেনদের। রীতিমতো শাহরুখের ওই পোস্টে উপচে পড়েছে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তাও।