শাহরুখের মেয়ে সুহানার সঙ্গে বিমানবন্দরে যে কাণ্ড ঘটল

সুহানা

বিনোদন ডেস্ক : তারকাকে কাছে পেলেই অনুরাগীরা ছুটে যান সেলফি তুলতে। কোনো তারকা বিষয়টিকে ভালোভাবেই নেন। আবার কেউ কেউ মোটেই পছন্দ করেন না। তবে যদি এক তারকাকে দেখে আরেক তারকাকে মনে পড়ে, তাহলে?

সুহানা

ব্যাপারটা একটু পরিষ্কার করে বলা যাক। সম্প্রতি বিমানবন্দরে এক আজব কাণ্ডের মুখোমুখি হলেন শাহরুখকন্যা সুহানা খান। তাকে দেখে এক যুবক সেলফি তুলতে এলেন তো বটে। তবে ছবি তোলার পর সুহানার মুখের ওপরই বলে দিলেন একেবারে দীপিকা!

যুবকের মুখে দীপিকার নাম শুনে সুহানার প্রথমে একটু ভ্রু কুঁচকে গেলেও, পরে অবশ্য মিষ্টি হেসে পরিস্থিতি সামলে নেন। সুহানা কিন্তু তার পরও অনুরাগীদের আবদার মিটিয়েছেন। একের পর এক সেলফিও তুলেছেন শাহরুখকন্যা।

সৌদি আরবের খেজুর চাষ বাংলাদেশে, খুলতে যাচ্ছে সম্ভাবনার দুয়ার

আসলে এদিন সুহানা একেবারেই দীপিকার মতো পোশাক পরেছিলেন। যে কারণে অনেকে দীপিকা বলে ভুল করেছিলেন।