বিনোদন ডেস্ক : বলিউডের তারকা সন্তানদের মধ্যে প্রথম সারিতে নাম থাকবে সুহানা খানের (Suhana Khan)। শাহরুখ খানের একমাত্র আদুরে কন্যা খুব শীঘ্রই পা রাখবেন ইন্ডাস্ট্রিতে। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সুহানা। বাবার অভিনয় প্রতিভা তো বিশ্বখ্যাত। মেয়ে হয়ে বাবার কতটুকু গুণ পেয়েছেন সুহানা, তাও স্পষ্ট হয়ে যাবে প্রথম ছবিতেই।
তবে আপাতত ছবি মুক্তির আগে বেশ অনেকটা সময় রয়েছে। তাই পুরোপুরি ভাবে ব্যস্ত জীবনে পা রাখার আগে জীবনটা উপভোগ করে নিচ্ছেন সুহানা। অতি সম্প্রতি লন্ডন থেকে মুম্বই ফিরেছেন তিনি। বিমানবন্দরে কিং খান কন্যাকে দেখেই ভিড় করে আসেন পাপারাৎজি। তাদের তোলা ভিডিও এখন ভাইরাল নেটমাধ্যমে।
এদিন একটি টাইট ফিটিংস সাদা ক্রপ টপ আর কালো প্যান্ট পরেছিলেন সুহানা। নিরাপত্তারক্ষীদের মাঝে হেঁটে গিয়ে গাড়িতে ওঠেন তিনি। কিন্তু সুহানার ভিডিও ভাইরাল হতেই একপ্রস্থ ট্রোল শুরু হয়েছে নেটদুনিয়ায়। নেটনাগরিকদের একাংশের অভিযোগ, হলিউড থেকে নতুন ট্রেন্ড শিখছে বলিউড। পোশাক পরেও সবকিছু দেখানো চাই। এমন অভদ্র পোশাক পরে খ্যাতি পেতে পারবেন না সুহানা, কটাক্ষ ছুঁড়েছেন কয়েকজন।
প্রসঙ্গত, কিছুদিন আগে খবর ছড়িয়েছিল, অগ্যস্ত নন্দার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুহানা। অগ্যস্ত আসলে সুহানারই সহ অভিনেতা। ‘দ্য আর্চিস’ ছবিতে আর্চির ভূমিকায় রয়েছেন তিনি আর ভেরোনিকার চরিত্রে দেখা যাবে সুহানাকে। দুজনের সম্পর্কটা যে পেশাগত ভদ্রতার বাইরেও আরো এগিয়েছে তার প্রমাণ মিলল আরেক ঘটনায়। মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডেটে গিয়েছিলেন দুই তারকা সন্তান।
গভীর রাতে রিয়েলিটি শো-র মেন্টর ফোন করে যা বলেছিলেন উজ্জ্বয়িনীকে
অবশ্য তাঁরা একা নন। সঙ্গে ছিলেন অগ্যস্তর মা শ্বেতা বচ্চন নন্দা এবং তাঁর এক বান্ধবীও। কয়েক মাস আগে গাড়িতে যার সঙ্গে দেখা গিয়েছিল সুহানাকে তিনি অগ্যস্ত ছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি। কিন্তু ভাইরাল ভিডিও বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছে। ঠিক কী চলছে অগ্যস্ত আর সুহানার মধ্যে? বলিউডে কি নতুন জুটি আসছে? খান আর বচ্চন পরিবার কি সম্বন্ধী হবে? এমন হাজারো প্রশ্ন উঠলেও উত্তর এখনো মেলেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।