স্পোর্টস ডেস্ক : ১৫ বছর বয়সী ফুটবল প্রতিভা তাসিন হোসেন, বাংলাদেশে জন্মগ্রহণকারী সুইডিশ নাগরিক। মাত্র ২ বছর বয়সে পরিবারের সঙ্গে সুইডেনে আসা তাসিন বর্তমানে সুইডিশ যুব ফুটবলে পরিচিত এক নাম। ডিজুগার্ডেন আইএফ দলের হয়ে খেলছেন এবং সম্প্রতি অসাধারণ পারফরম্যান্সের জন্য অনূর্ধ্ব-১৭ একাডেমি দলেও জায়গা পেয়েছেন।
গত মৌসুমে তাসিন সুইডেনের শীর্ষ যুব লীগ অলসভেনস্কান, ডিআইএফ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তৃতীয় স্থান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ ছাড়াও, গ্রীষ্মে এসইএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২ গোল এবং ৪টি অ্যাসিস্ট করে দলের পডিয়াম ফিনিশ নিশ্চিত করেন।
ডিআইএফ ভক্তদের কাছেও প্রিয় তাসিন। তাকে ডাকা হয় ‘বাংলাদেশ মেসি’ বলে। সংবাদমাধ্যমকে তাসিন হোসেন বলেন, ‘আমার স্বপ্ন একজন ভালো ফুটবলার হওয়ার। আমার ইচ্ছা বিশ্বের সেরা ফুটবলার হওয়ার। আর এটার জন্য আমি অনেক পরিশ্রম করছি।
আমি অনেক গর্বিত যে একজন বাংলাদেশি হয়েও সুইডিশ দলে সুযোগ পেয়েছি। আমার ইচ্ছা আছে বাংলাদেশের হয়ে কিছু করার।’ তাসিনের ফুটবলের আদর্শ লিওনেল মেসি এবং নেইমার হলেও তার জীবনের প্রধান অনুপ্রেরণা তার বাবা। তাসিনের বাবা ইকবাল হোসেন বলেন, ‘ওর যখন ২ বছর বয়স তখন আমি ওর জন্য একটা ফুটবল কিনে দেই। তখন থেকেই দেখতাম তার ফুটবলের প্রতি অনেক আগ্রহ রয়েছে। ছোটবেলা থেকেই মনে হতো সে একজন ফুটবলার হবে।
তখন থেকেই আমি তাকে অনুপ্রাণিত করতে শুরু করি। আমিও চাই বাচ্চারা তাদের অবসর সময়গুলোতে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুক মোবাইল অথবা টিভির সামনে বসে না থেকে। আমার একটা স্বপ্ন, ও যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে।’
লঞ্চ হলো সবচেয়ে কমদামি 5G স্মার্টফোন Poco C75, থাকছে যত ফিচার
সুইডেনের রাজধানী স্টকহোমের হেলেনেলুন্ডস্কোলানের নবম শ্রেণির শিক্ষার্থী তাসিন তার পড়াশোনা এবং ফুটবল ক্যারিয়ারকে সমানভাবে গুরুত্ব দেন। ফুটবলের বাইরেও তাসিন বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী এবং বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। বিশ্বসেরা ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা তাসিন হোসেন তার প্রতিভা, নিষ্ঠা এবং শিকড়ের সঙ্গে গভীর সংযোগের জন্য অনুপ্রাণিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।