আন্তর্জাতিক ডেস্ক : এক্স-রে যন্ত্রের মধ্যে দিয়ে স্যুটকেসটি যাওয়ার সময়ে কুমিরের মতো একটি প্রাণী দেখতে পান মিউনিখ বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। স্যুটকেস খুলতেই বেরিয়ে আসে ৩ ফুটের অ্যালিগেটর। স্যুটকেসে ভরে জ্যান্ত অ্যালিগেটর পাচারের চেষ্টা করতে গিয়ে জার্মানির মিউনিখ বিমানবন্দরে ধরা পড়লেন আমেরিকার এক ব্যক্তি। এক্স-রে যন্ত্রের মধ্যে দিয়ে স্যুটকেসটি যাওয়ার সময়ে কুমিরের মতো প্রাণীটিকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। স্যুটকেস খুলতেই দেখা যায়, প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে ভরে রাখা হয়েছে ৩ ফুটের অ্যালিগেটরটিকে।
বিমানবন্দর সূত্রে খবর, ওই ব্যক্তি মিউনিখ থেকে সিঙ্গাপুরে যাচ্ছিলেন। নাম প্রকাশ না করা হলেও অভিযুক্ত ব্যক্তি আমেরিকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বয়স ৪২। এই ধরনের বিরল প্রাণী পাচার করা আইনত অপরাধ। জার্মানির বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় শুরু হয়েছে তদন্ত। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির ফোনও। বিমানবন্দর সূত্রে খবর, কেবল নাকের ছিদ্র বাদ দিয়ে গোটা শরীরই আষ্টেপৃষ্টে বাঁধা ছিল অ্যালিগেটরটির। বাঁধার ফলে মর মর দশা হয় সেটির।
সাদা বা অ্যালবিনো অ্যালিগেটর এতই বিরল, যে সারা পৃথিবীতে মাত্র শ’খানেক এই ধরনের প্রাণীর অস্তিত্ব রয়েছে। তাই চোরা বাজারে এর মূল্য আকাশছোঁয়া। অনেকেই দুর্লভ প্রাণী পুষতে পছন্দ করেন, তাই অনৈতিক পথেও এই ধরনের বিরল প্রাণীর কেনাবেচা চলে। তবে অভিযুক্ত ব্যক্তি কী উদ্দেশ্যে অ্যালিগেটরটি নিয়ে যাচ্ছিলেন, তা নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।