তামিমকে প্রমাণ দিতে বললেন সুজন

স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম স্বপ্নের বিশ্বকাপ জয়ের লক্ষ্যে গত ২৭ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া ও নিজের ইনজুরির প্রসঙ্গে সেদিনই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

তামিম তার ভিডিও বার্তায় বলেন, বোর্ডের টপ লেভেভের এক কর্তা তাকে ফোন করে নিচের দিকে ব্যাট করতে বলেছিলেন। একই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও না খেলার কথা বলেন। যা পছন্দ হয়নি তামিমের। যে কারণে এক পর্যায়ে তামিম জানিয়ে দেন এমন হলে তাকে বিশ্বকাপ দলে যেন না রাখা হয়।

তামিমকে কল করা বোর্ডের সে কর্তা কে? তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। দেশের সাধারণ দর্শক থেকে ক্রিকেট বিশ্লেষক সবাই মুখিয়ে আছেন তামিমের মুখ থেকে জানার জন্য সে কর্তা কে। তবে তামিম এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আর মুখ খুলেননি।

এদিকে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান গুয়াহাটিতে। এখানে ইংল্যান্ডের বিপক্ষে আজ নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। এর আগে রোববার (১ অক্টোবর) গুয়াহাটিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন, ‘তামিম যদি এরকম কথা বলে থাকে, তামিমেরই বলা উচিত কে বলেছে, কেন বলেছে, কি জন্য বলেছে। সরাসরিই বলা উচিত, একজন বলেছে, সে একজন কে? সেটা পরিস্কার করা দরকার। আপনি একটা কথা বলাতে সবাইকে সন্দেহে ফেলে দিয়েছেন। এইটা তো ঠিক না। আপনার কাছে প্রমাণ থাকলে বলে দেন না, কে বলেছেন।’

সাকিবকে নিয়ে সুজন বলেন, ‘সাকিব এখন আর ১৩ বছরের নিচের বাচ্চা নয়। সাকিব বেশ বুদ্ধিমান ছেলে, যথেষ্ট ম্যাচিউরড, বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অব দ্য লিজেন্ড। সুতরাং ও যেটা বলবে নিশ্চয় কিছু ভেবেই বলেছে। ও তো সব কিছু ভেঙে বলে না। ও যেটা ভালো মনে করে বলেছে। ড্রেসিংরুমে আমি এক বছর ছিলামই না, তাই কি নিয়ে বলেছে আমি কি করে বলব।’