স্পোর্টস ডেস্ক : অভিযোগ আছে চন্ডিকা হাথুরুসিংহের কার্মকান্ডে বিরক্ত হয়ে দ্বিতীয় মেয়াদে বিসিবির প্রস্তাব প্রত্যাখান করেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ট্রেনার নিক লি ভালো করার পরও চুক্তি নবায়ন হয়নি। ফিল্ডিং কোচ শেষ ম্যাকডারমোট ছিলেন চোখের বিষ! অথচ লি, ম্যাকডারমটদের নিয়ে আফগানিস্তানের কোচিং প্যানেল। বিশ্বকাপে গেম প্ল্যানে তারাই সফল বলে মনে করেন সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
হাথুরুসিংহের কারণ এই কোচদের ছেড়ে দিতে হয়েছে বলে জানান সুজন, ‘বাংলাদেশের দু’জন সাবেক স্টাফকে নিয়েছে আফগানিস্তান। তাদের নিয়ে ওরা সফল। হাথুরুসিংহে পছন্দ করে না দেখে তাদের বাদ দিতে হয়েছে। আসলে সে চায় চাটুকার। যারা বস বস করবে, চা এগিয়ে দেবে।’
সুজন আরও বলেন, ‘আফগানিস্তানের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো। উইন্ডিজের টি২০তে যার সর্বোচ্চ উইকেট। যার অভিজ্ঞতা ভালো তাকে নিয়েছে। ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শক কিয়েরন পোলার্ড। ওরা তাকেই নেয় যাকে দিয়ে দল উপকৃত হয়। ভালো সম্মানিতে তিন মাসের চুক্তি করে। তারা সফল হয়। অথচ আমরা এগুলো করতে পারি না। এগুলো তো সুদূর প্রসারী পরিকল্পনা হতে পারে না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ের প্রসঙ্গ টেনে সুজন বলেন, ‘আফগানিস্তান দল কেন ভালো? ওদের সব বোলার বিভিন্ন টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে। আর আপনি তাসকিন-শরিফুলকে ছাড়েন না ইনজুর্ড হওয়ার ভয়ে। এই খেলোয়াড়রা আইপিএলে ভালো উইকেটে খেললে শিখতে পারত। আমরা নেদারল্যান্ডস, নেপালের সঙ্গে বাজে উইকেটে খেলে জিতেছি। ভালো উইকেটে বল করতে গেলে পারি না। মুস্তাফিজ ৪ ওভারে ৪৪ রান কেন দেয়? যেদিন স্লো উইকেট পাবে, সেদিন আমাদের সব বোলার দানব হয়ে যাবে।’
বাংলাদেশ দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সুজনের অভিমত হলো, ‘দক্ষিণ আফ্রিকার ক্লাসেন আর মিলার টি২০ তে বিপজ্জনক ব্যাটার। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তাদের স্ট্রাইকরেট দেখেন, ওরা যখন বুঝে গেছে, ফেসে গেছে তখন তারা কোনো ঝুঁকি নেয়নি। ধীরে এবং ধরে খেলে ইনিংস শেষ করে এসেছে। আর নেপালের বিপক্ষে বাংলাদেশের সবাই ব্যাট চালিয়ে আউট হতে থাকে। ১২০ করলে যেখানে জিতবে সেখানে এ ধরনের ব্যাটিং কেন?’
দলের ব্যাটাররা বাজে উইকেটে ব্যাট চালিয়ে এবং ভালো উইকেটে ধীরে খেলেছে বলেও মত তার, ‘রিশাদ-তাসকিন রান না করলে নেপালের বিপক্ষেও হারত দল। শেষ দুই উইকেটে ৩১ রানের জুটি করেছে। এগুলো আমরা চিন্তা করি না। নেপালের সঙ্গে বাজে উইকেটে আক্রমণাত্মক ব্যাটিং করলেন আর যখন ভালো উইকেটে এল তখন ঠেকিয়ে খেললেন! আপনি (কোচ) যখন বলেছেন বোনাস, তাহেল আপনার খেলোয়াড়রা পারে না কেন? আমেরিকা, আফগানিস্তানের মতো ব্যাটিং করে না কেন? ব্যাটাররা ভয় পায় কেন? বোনাস যখন তখন মারলেই তো হয়। হারলেই কী জিতলেই কী।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।