সুকেশের কাছ থেকে পাওয়া উপহারের তালিকা জমা দিলেন জ্যাকলিন

জ্যাকলিন

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণা মামলার হোতা সুকেশ চন্দ্র শেখরের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রীর তালিকা জমা দিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লিউ) শাখায় সোমবার লিখিত এই তালিকা দেন অভিনেত্রী।

জ্যাকলিন

বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য অনুসারে এদিন জ্যাকলিনকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইওডব্লিউ। সুকেশের কাছ থেকে পাওয়া উপহার ও তার বুক করা চার্টার্ড ফ্লাইট রাইড সম্পর্কে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্র অনুসারে, জ্যাকলিন স্বীকার করেছেন যে তিনি এর আগে একাধিকবার চার্টার্ড ফ্লাইটে যাত্রা করেছেন।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য যখনই তদন্ত দলের প্রয়োজন হবে তখনই তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে এ জন্য তাৎক্ষণিক কোনো সমন নেই। এর আগে এক বিবৃতিতে ইডি জানায়, সুকেশ চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের আয় থেকে জ্যাকলিনকে ৫ কোটি ৭১ লাখ রুপির বিভিন্ন উপহার দিয়েছেন।

বুড়ি হয়ে গেলেন শুভশ্রী, চেনাই যাচ্ছেনা এখন

এই উপহারগুলোর মধ্যে রয়েছে, ৫২ লাখ রুপি মূল্যের একটি ঘোড়া এবং ৯ লাখ রুপি মূল্যের একটি পার্সিয়ান বিড়াল এবং দামি ব্যাগ ও গয়না। এই মামলার মূল হোতা সুকেশের সঙ্গে জ্যাকলিনকে অভিযুক্ত করে গত ১৭ আগস্ট তার বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দেয় ইডি।